Date : 2024-04-27

ভর্তির দিন পিছল কলকাতা বিশ্ববিদ্যালয়ে…

ওয়েব ডেস্ক: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পিছল ভর্তির প্রক্রিয়ার দিন। ৭ জুলাই থেকে তিন দিন বেড়ে হল ১০ জুলাই পর্যন্ত।

সোমবার তাদের ওয়েবসাইটে এই কথাটি জানিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে ৭ জুলাই ভর্তির শেষ দিন নির্ধারিত ছিল।

কিন্তু ভর্তি-প্রক্রিয়ার পথে বেশ কিছু কলেজে আসন ফাঁকা থাকায়, তার পরেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে তাদের অধীনস্থ সব কলেজে ফাঁকা আসন ভরতে ভর্তির পোর্টাল ফের খোলার অনুমতি দেয় উচ্চশিক্ষা পরিষদ।

তবে ভর্তির সময়সীমা ৩দিন বেড়ে যাওয়ায় ক্লাস শুরু হতে অসুবিধা হবে কিনা বা ফার্স্ট সেমিস্টারের সিলেবাস শেষ করা যাবে কিনা এমন একটি প্রশ্ন ওঠে। এই বিষয়ে শিক্ষকদের একাংশের মতামত যরা দেরী করে ভর্তি হবে তাদের জন্য অসুবিধা তে পারে। কারণ ক্লাস আগেই শুরু হয়ে যাবে। এই বিষয়ের দিকে মনোনিবেশ করে বিশ্ববিদ্যালয় জানিয়েছে ভর্তির সমস্ত প্রক্রিয়া শেষ করে ক্লাস শুরু হতে এই মাসের শেষ হয়ে যাবে। তাই ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হবে না। তাই যেসব ছাত্র-ছাত্রীরা এখনও ভর্তি হয়নি, তারা যেন ১০ই জুলাইয়ের মধ্যেই ভর্তি হয়ে যায় বলে জানাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।