Date : 2024-03-29

যান্ত্রিক ত্রুটির কারণে আপাতত স্থগিত চন্দ্রায়ন ২ অভিযান

ওয়েব ডেস্ক: আপাতত স্থগিত হয়ে গেল চন্দ্রায়ন ২ এর অভিযান।ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাজেশনের তৈরি চন্দ্রায়ন ২ এর উৎক্ষেপনে সময় নির্ধারিত করা হয়েছিল রবিবার রাত্রি ২ বেজে ৫১ মিনিটে।

কিন্তু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় ঠিক ১টা ৫৫ তেই বন্ধ হয়ে যায় চন্দ্রায়ন অভিযান।

ইসরোর তরফে টুইট করে যান্ত্রিক ত্রুটির কথা জানানো হয়েছে। এখন আপাতত বন্ধ থাকলেও পরবর্তী কবে নতুন করে উৎক্ষেপন হবে তা নিয়ে এখনো কিছু জানানো হয়নি ইসরোর তরফে।

#newsrplus #biswasobiswas

ইতিহাসের নানান রহস্য রোমাঞ্চ নিয়ে তৈরি বিশেষ সেগমেন্ট "বিশ্বাস অবিশ্বাস" দেখুন আজ রাত ১০ টায় শুধুমাত্র "Rplus" এ।

Posted by RPLUS News on Saturday, July 13, 2019

মেট্রোকাণ্ডে সাসপেন্ড গার্ড, চালক, শুরু বিভাগীয় তদন্ত, সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর

চন্দ্রায়ন ২ ইসরোর তরফে করা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট। কেননা এই প্রজেক্টের সাফল্যের পরেই ভারত সেসমস্ত দেশগুলির ক্লাবে অর্ন্তভুক্ত হবে যারা চাঁদে রোভার পাঠিয়েছে।চন্দ্রায়ন ২ এর জন্য মোট খরচ হয়েছে প্রায় ৯৭৮ কোটি। যা তুলনামূলকভাবে অন্যান্য দেশের থেকে অনেক কম বলে জানা গেছে।