Date : 2024-04-25

এই ইমোজিগুলির মাধ্যমে গোপনে জানান মনের কথা ?

ওয়েব ডেস্ক: আজকের দিনে সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মগুলো ব্যবহার করেন অথচ কথায় কথায় ইমোজির ব্যবহার করেন না এমন কেউ নেই বললেই চলে। একটি সমীক্ষায় জানা গেছে ভারতে সবচেয়ে বেশি ব্যবহৃত ইমোজি হল, ফ্লাইং কিস অথবা হাসতে হাসতে চোখে জল বেরিয়ে আসার ইমোজি। গতকাল ১৭ জুলাই ছিল বিশ্ব ইমোজি দিবস।

কারিগরি সংস্থা বোবল এআই একটি প্রতিবেদন প্রকাশ করে জানায় ভারতে সেরা দুটি ইমোটিকন হল ‘উড়ন্ত চুম্বন’ ও ‘হাসতে হাসতে চোখে জল’। উৎসবের শুভেচ্ছাবার্তা বিনিময় করতে এই ইমোজিকন গুলি বেশি ব্যবহার করা হয়। আবার এমন কিছু ইমোজি আছে যার মানে আমরা হয়তো না জেনেই অন্য অন্য অর্থে ব্যাবহার করে থাকি।

এক নজরে দেখে নিন সেই ইমোজি গুলো কি কি আর তার আসল মানে কি…

১. পিচ ফলের ইমোজির ব্যবহার অনেকে হয়তো কমই করেন, কিন্তু এই ইমোজির মধ্যে লুকিয়ে আছে গোপন অর্থে নিতম্ব।

২. জিভ কেটে ভুল বোঝাতে হয়তো আপনি ব্যাবহার করে থাকেন এই এমোজি কিন্তু গোপন অর্থে ওরাল সেক্স বোঝাতে এই ইমোজি ব্যাবহৃত হয়।

৩. এই ইমোজিটি জলের ফোঁটা কিংবা ঘাম বোঝায়? মোটেই না। এই ইমোজিটির লুকোনো মানে হলো একটা ভালো স্যাটিসফাইং অর্গ্যাজম।

৪. আর রুস্টার ইমোজি দিয়ে বোঝানো হয় পুরুষাঙ্গ।

৫. খরগোশের কান মাথায় দিয়ে নাচের ইমোজি হয়েতো আনন্দ প্রকাশ করতে পাঠিয়ে থাকেন কিন্তু অর্থ আসলে যৌনতা।

৬. এই ইমোজিটিকে বলে পপ-ইমোজি। এর মাধ্যমে শুভোচ্ছা বিনিময় করা হয়।

আপনার বন্ধুরা হোয়াস্ট অ্যাপ অথবা ফেসবুকে প্রায়ই এই ধরনের ইমোজি পাঠিয়ে থাকেন। এবার বুঝে নিন এবাং তাদেরকেও পারলে বুঝিয়ে দিন এই ইমোজির আসল মানে ঠিক কি! ইমোজির ব্যবহার অবশ্যই ভালো তবে কথা শুধুমাত্র ইমোজিতেই বলবেন না, মাঝে মাঝে মনে করে একটু বাক্য ব্যয়ও করবেন প্লিজ।