ওয়েব ডেস্ক : গাধাকে রাঙিয়ে জেব্রার রুপ।নেটিজেনদের সমালোচনার মুখে বার মালিক।ঘটনাটি ঘটেছে স্পেনের একটি শহরে। সেখানে একটি বারে আয়োজন করা হয়েছিল বিয়ের অনুষ্ঠানের। সেই বারের থিম করা হয়েছিল সাফারি পার্কের আদলে।আর পার্কটিকে মানানসই করতে সেখানে রাখা হয়েছিল ২ টি গাধা।তবে তাদেরকে রাঙানো হয়েছিল সাদা কালো রংয়ে।যাতে তাদের দেখতে জেব্রার মতন লাগে।
সেই ঘটনার ছবি ক্যামেরা বন্দি করেন স্পেনের এক নাগরিক।তারপর তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। রীতিমতো ভাইরাল হয় এই ছবি।অনেকেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানান।
ঘটনার পর পরই বিষয়টি নজরে এসেছে এগ্রিকালচারাল এবং কমার্শিয়াল দফতরের তরফে।ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে এই প্রথম নয় এর আগেও ইজিপ্টের একটি চিড়িয়াখানায় একইরকম কাজ করা হয়েছিল।বিষয়টি নিয়ে সরব হয়েছে পশুপ্রেমীরা।