Date : 2024-04-18

টিকটক, হেলো অ্যাপকে নোটিশ আইটি মন্ত্রকের

ওয়েব ডেস্ক : টিকটক এবং হেলো অ্যাপের মতন জনপ্রিয় সোশ্যাল প্লাটফর্মের ওপর দেশ বিরোধী কাজের অভিযোগের ভিত্তিতে জবাবদিহি চাইল ভারত সরকারের আইটি মন্ত্রক। আইটি মন্ত্রকের তরফে ২১ টি প্রশ্নের উত্তর চেয়ে জবাবদিহি চাওয়া হয়েছে। উত্তর না পেলে সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে মন্ত্রকের তরফে।

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের এক অভিযোগের ভিত্তিতে মন্ত্রকের পক্ষ থেকে এই জবাবদিহি করা হয়েছে।তবে টিকটক এবং হেলো অ্যাপ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৩ বছরে ভারতবর্ষে তারা ১ বিলিয়ন ডলারের ব্যাবসা করবেন।

শুধু তাই নয় মন্ত্রকের পক্ষ থেকে এই দুই সংস্থার তরফে আশ্বাস চাওয়া হয়েছে যাতে তারা যেন ভারতীয়র কোন ডেটা যেন বর্তমানে এবং ভবিষৎতে থার্ড পার্টিকে না দেয়।