ওয়েব ডেস্ক: টানা বৃষ্টিতে নাজেহাল মুম্বাই। প্রবল বৃষ্টির জেরে ঘটল দুর্ঘটনা।
দেওয়াল ভেঙে দুটি দুর্ঘটনায় মোট ১৬ জনের মৃত্যু হয়েছে মুম্বই এবং কল্যাণে। দুটি ঘটনাই ঘটেছে সোমবার রাতে।
রাত প্রায় ২টো নাগাদ একটি আবাসনের দেওয়াল ভেঙে পড়ে মুম্বইয়ের মালাড ইস্টে। তাতে ১৩ জন দেওয়াল চাপা পড়ে মারা যান।
তার মধ্যে চার জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ইতিমধ্যে চলছে উদ্ধারকাজ।
দেওয়ালের নীচে প্রায় তিন থেকে পাঁচ জনের চাপা পড়ে থাকার আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। তবে তার আগে রাত প্রায় ১২টা নাগাদ কল্যাণে স্কুলের একটি দেওয়াল ভেঙে পড়ে। তাতে মৃত্যু হয়েছে ৩ জনের। আশঙ্কা করা হচ্ছে সেই দেওয়ালের নিচে আটকে আছে একটি শিশুও। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। উদ্ধারকার্য চলছে। দেওয়াল কেটে বার করার চেষ্টা চলছে বাচ্চাটিকে। গত পাঁচদিন ধরে মুম্বাইয়ে প্রায় ২০০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টি হয়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে রেললাইন সমস্তই জলমগ্ন। আগামী ৩দিন আরও বৃষ্টিপাতের সম্ভবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এমন কি মুম্বাইতে বন্যারও সম্ভবনা আছে বলে জানানো হয়েছে।
এই কদিনে অনেক দুর্ঘটনার সম্মুখিন হয়েছে মুম্বই। বিমানবন্দরের রানওয়ে পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে পথ ঘুরিয়ে অন্য বিমানবন্দরে ফ্লাইট নামানোর ব্যাবস্থা করা হয়েছে। এছাড়াও রেললাইনে জল জমে যাওয়ার কারণে কিছুদিন আগে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে যায়। তাই মুম্বই-সুরাত শাখার বহু ট্রেনকে সোমবার থেকেই বাতিল করা হয়েছে। যে সমস্ত রুটে ট্রেন চালানো যাচ্ছে, দুর্ঘটনা এড়াতে গতি অনেকটাই কমিয়ে আনা হয়েছে। মঙ্গলবার মুম্বইয়ে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেই কারণেই প্রশাসন স্কুল, কলেজ-সহ সমস্ত সরকারি অফিস আজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।