জীবাস্ম জালানীকে পিছনে ফেলে এবার ব্যাটারি চালিত গাড়ি তৈরির ক্ষেত্রে অনেকটাই দ্রুত গতিতে এগোচ্ছে অনেক নামি দামি সংস্থা। এর মধ্যেই ৯ জুলাই ভারতের বাজারে লঞ্চ করছে হুন্ডাইযের নতুন ফোর হুইলার কোনা।
আপাতত মেট্রো শহরগুলিতেই পাওয়া যাবে হুন্ডাইযের ব্যাটরি চালিত গাড়ি ব্যবহারের সুবিধা। ভারতের বাজারে এই গাড়ির দাম পড়বে প্রায ২৫ লক্ষ টাকা।গাড়িটির সর্বোচ্চ গতিবেগ হবে ১৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা।
ইদানিং ব্যাটরি নিয়ে বিভিন্ন ইস্যু থাকলেও সংস্থার দাবি অন্যান্য গাড়ির ক্ষেত্রে চার্জ করতে যেখানে ৪ ঘন্টারও বেশি সময় লাগে সেখানে এই গাড়ি মাত্র এক ঘন্টায় দেবে সম্পূর্ণ চার্জ ।তবে দাবি যাইহোক না কেন দামের দিক থেকে এই গাড়ি যে মধ্যবিত্তদের নাগালের বাইরে সেকথা বলার অপেক্ষা রাখে না।