Date : 2024-03-29

জায়গার অভাবে বাথরুমে রান্না করা হচ্ছে মিডডে মিল…

ওয়েব ডেস্ক: জায়গার অভাবে বাথরুমে মিড ডে মিল তৈরি হচ্ছে মধ্যপ্রদেশের একটি স্কুলে।

উত্তরপ্রদেশের শিবপুরি জেলার অঙ্গনওয়াদি সেন্টারে দিনের পর দিন খাবার তৈরি হয় এবং সেই খাবার দেওয়া হয় ছাত্রছাত্রীদেরও।

ওই বাথরুমটি ছাড়া রান্না করার আলাদা কোনো জায়গা না থাকার কারণেই এমন ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে অঙ্গনওয়াদি সেন্টারকে।

রাজকুমারি যোগী নামক ওখানকারই একজন স্টাফ জানান এই কথা।

অনেকবার এটা নিয়ে অভিযোগ করা হলেও মেলেনি কোনও ফল। উল্টে তাদেরকে ওই বাথরুমেই রান্না করার কথা বলা হয়। মহিলা ও শিশু উন্নতি কমিটির প্রধান প্রিয়াঙ্কা বাঙ্কারও এই বিষয়টিকে এড়িয়ে গিয়েছেন দিনের পর দিন। বরং বলেছেন, বাথরুমটি এখনও পুরো তৈরি হয়নি।

#newsrplus_Ranakhetra

কূটনেতিক স্তরে ভারত পাকিস্তানকে কোনঠাসা করেছে, নরেন্দ্র মোদীর সাফল্য কি ট্রাম্পকেও ভাবিয়ে তুলেছে? দেখুন 'মোদীর কূটনীতি' রণক্ষেত্রে আজ রাত ৮.৩০ টা শুধুমাত্র Rplus এ।

Posted by RPLUS News on Wednesday, July 24, 2019

অর্থাৎ সেখানে হাইজিনের কোনও প্রশ্নই ওঠে না। বারুমটিকে রান্নাঘর হিসেবে ব্যবহার করতে তারা আরওই বাধ্য হচ্ছে কারণ ওই স্কুলে আর অন্য কোনও জায়গায় জলের ব্যবস্থা নেই।

#Newsrplus #biswasobiswas

পরমানু বোমা আর মহাকাব্যের মধ্যে কী যোগ রয়েছে ? শ্রীকৃষ্ণের দ্বারকা রাজ্য জলের তলায় কিভাবে ? এসব নানান ঘটনা, রহস্য নিয়ে দেখুন বিশেষ সেগমেন্ট 'বিশ্বাস অবিশ্বাস' আজ রাত ১০ টায় শুধুমাত্র Rplus এ।

Posted by RPLUS News on Tuesday, July 23, 2019

বাথরুমে তৈরি খাবারই মাসের পর মাস কেয়ে চলেছে স্কুলের বাচ্চারা। অথচ এর বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিচ্ছে না সরকার।