Date : 2024-04-20

সুখবর, এক ধাক্কায় ১০০ টাকা দাম কমল রান্নার গ্যাসের!

ওয়েব ডেস্ক: আর মাত্র কিছুদিনের মধ্যেই কেন্দ্রে পেশ হতে চলেছে সাধারণ বাজেট। তার আগে গৃহস্থের মন পেতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ১০০ টাকা কমানো হল। জুলাই মাসের ১ তারিখ থেকেই এই সুবিধা পেতে চলেছেন গ্রাহকরা।

আন্তর্জাতিক বাজারে তরল এলপিজির দাম অনেকটাই কমে যাওয়ায় গ্যাসের দাম হ্রাস পেল বলে সূত্রের খবর। বর্তমানে খোলা বাজারে একটি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৭৬৩ টাকা ৫০ পয়সা কিন্তু ১লা জুলাই থেকে সেই দাম কমে দাঁড়াল ৬৬২ টাকা ৫০ পয়সা।

সরকারি ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৪৯৪.৩৫ টাকা।পরিবর্তে ভর্তুকি বাবদ তাঁদের নির্দিষ্ট ব্যাংঙ্ক অ্যাকাউন্টে ১৬৫ টাকা ৩ পয়সা জমা পড়বে। অন্যদিকে, ১৯ কিলো নন-ডমেস্টিক সিলিন্ডারের দাম ১৮৭ টাকা ৫০ পয়সা কমালো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।

এর ফলে নতুন দাম হয়েছে ১১৮৮ টাকা ৫০ পয়সা। সূত্রের খবর, ১জুন ইন্ডিয়ান অয়েলের তরফে সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম ২৫ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করে হয়েছিল।

কিন্তু তার ঠিক এক মাসের মধ্যে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটাই কমে যাওয়ায় গৃহস্থের হেঁসেলে এখন খুশির আমেজ।