ওয়েব ডেস্ক: রাম-প্রিয়ার জোড়ির কথা মনে আছে? সেই যে “বড়ে অচ্ছে লগতে হ্য” সিরিয়ালটার কথা নিশ্চই ভোলেননি কেউ।
ভুলে গেলে চলবেই বা কিভাবে? সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত কাপল গোলস বলতে এখনও প্রিয়া ও রামের জোড়িকেই বোঝায়।
কিউকি সাস ভি কভি বহু থির পর এই সিরিয়ালটিও প্রচন্ড জনপ্রিয় হয়েছিল। সেই সিরিয়ালের প্রধান চরিত্রে থাকা হিরোর কথাও নিশ্চই ভোলেননি।
হ্যাঁ, সেই মোটা লোকটি, যাকে দেখে সবাই একটাই প্রশ্ন করত যে, “এই লোকটা কিভাবে একটা সিরিয়ালের হিরোর চরিত্রে থাকতে পারে”? নাম, রাম কপুর। সেই রাম কপুরকে দেখলে এখন চিনতে পারাই কঠিন।
শরীরের মেদ ঝড়িয়ে হয়ে গেছেন একেবারে রোগা। দেখলে চিনতে পারাই মুশকিল। নিজেই সেই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। হঠাৎ, এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ হল, তিনি নিজেকে সন্তানদের সামনে একজন সুস্থ সবল বাবা হিসাবে পেশ করতে চান।