ওয়েব ডেস্ক: দেখতে দেখতে কেটে গেল ৪ বছর।
সেই ছোট্ট মেয়েটা যে কিভাবে চোখের সামনে একটু একটু করে বড় হয়ে ওঠে,
তা যেকোনো বাবা-মায়ের কাছেই খুবই আনন্দের।
তা সে সেলেব্রিটি হোক, কি সাধারণ মানুষ। ইংল্যান্ডে পড়শোনা করছিল শাহরুখ কন্যা সুহানা। গত শনিবার একটি ধাপ এগিয়ে গেল সুহানা খান।
সে হল গ্র্যাজুয়েট। তাই ইংল্যান্ডে উড়ে গিয়েছিল সুহানার মা-বাবা দুজনই। শাহরুখ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করলেন মেয়ে ও গৌরির সঙ্গে একটি ছবি।
ক্যাপশনে লিখলেন, “স্কুল শেষ। কিন্তু শেখা নয়। স্কুলের শেষ দিন, তবে এখনও জীবনে আসতে চলেছে অনেক রঙিন দিন ও নতুন অভিজ্ঞতা।”
পরে গ্র্যাজুয়েশন পার্টিতে দেখা গেল সুহানাকে। যথারীতি সবসময়ের মতোই এই পার্টিতেও তাঁকে দারুন সুন্দর লাগছিল।