Date : 2024-03-28

উত্তরপ্রদেশে নৃশংসভাবে পিটিয়ে মারা হল একটি বাঘিনীকে…

ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশে পিলিভিতে একটি বাঘিনীকে পিটিয়ে মারল গ্রামবাসীরা।

উত্তরপ্রদেশের ব্যাঘ্র প্রকল্পের কাছে লক্ষৌ থেকে প্রায় ২৪০ কিমি দূরে মাতাইনা গ্রামে বুধবার দুপুর নাগাদ ঢুকে পড়ে একটি পূর্ণবয়স্ক বাঘিনী। বছর ছয়ের ওই বাঘিণীকে বাঁশ, লাঠি ইত্যাদি দিয়ে পিটিয়ে মারেন গ্রামবাসীরা।

তাঁদের দাবি প্রথমে বাঘিনীটি কয়েকজন গ্রামবাসীকে আঘাত করে, জখমও হয় কিছু মানুষ।

সেই কারণেই তাকে মারতে শুরু করে গ্রামের লোকেরা। পরে বনকর্মীরা এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

তবে বাঘিনীটিকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাটিকে গ্রামবসীরা নিজেরাই ভিডিও করেন। বাঘিনীকে মারার অভিযোগে ৩১ জন গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে প্রশাসন।

বাঘিনীর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। পলিভিত ব্যাঘ্র প্রকল্পের ডিরেক্টর এইচ রাজামোহন জানিয়েছেল যে, মৃত বাঘিনীটির গায়ে পাওয়া গেছে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন।

এমন কি প্রচন্ড মারের প্রভাবে ভেঙে গেছে পাঁজরের চারটি হাড়ও। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। ২০১২ সাল থেকে আজ পর্যন্ত প্রায় ১৬টি বাঘ ও ৩টি লেপার্ডের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।