Date : 2024-03-19

রথের রশিতে পড়ল টান, আজ এই ১০টি কাজ অবশ্যই করুন…

ওয়েব ডেস্ক: কথায় আছে সব তীর্থ বার বার শ্রীক্ষেত্র একবার। পুরীর শ্রীক্ষেত্র দর্শনের নাকি স্বর্গ প্রাপ্তি হয়। হিন্দু শাস্ত্রে এমনই ব্যাখ্যা পাওয়া যায়। আর শ্রীক্ষেত্রে পৌঁছে যদি কারও একবার রথযাত্রা দর্শনের সৌভাগ্য হয় তবে তার পরম মোক্ষ লাভ হয়। রথের রশিতে টান দিলে আপনার ইহকাল পরকালের সমস্ত বিপত্তি কেটে যায়। চিরকালের এই বিশ্বাস থেকেই রথযাত্রার আয়োজনে বাংলা, ওড়িশা জুড়ে এত ধুমধাম হয়। ইতিমধ্যে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে রথযাত্রার শুরু হয়েছে। আর জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথের রশিতে টান দেওয়ার জন্য দলে দলে ছুটে আসেন মানুষ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রথের রশি স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট সহ্য করতে হয় না। এই শুভদিনে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সূচনা হয়। জেনে নিন আর কি কি কাজ করলে আপনার সঙ্গে সারা জীবন থাকবে শ্রী জগন্নাথের আর্শীবাদ,

রথের দিন জগন্নাথ দেব যাত্রা করেন। তাই এই দিন যেকোন শুভ কাজের আরম্ভ করা অত্যন্ত লাভদায়ক।

১.এই দিনে আপনি গৃহপ্রবেশ করতে পারেন।

২. গৃহপ্রবেশের মতো এই দিন ভিতপুজোর কাজ শুরু করতে পারেন।

৩. রথের দিন বিভিন্ন বারোয়ারী পুজো কমিটির খুঁটিপুজো করে থাকেন।

৪. রথযাত্রা হয় আষাঢ় মাসে। আষাঢ় মাসের রথের দিন বৃক্ষোরোপন করা শুভ। এর ফলে পরিবেশ রক্ষা হয়।

৫. এই দিন দান ধ্যান করুন, এর ফলে পূণ্যলাভ হবে।

৬. রথের দিন দোকান উদ্বোধন করতে পারেন, নতুন ব্যবসার কাজ শুরু করতে পারেন।

৭. রথের দিন গঙ্গাস্নান করার রীতি বহুদিন ধরে প্রচলিত। তাই এই দিন গঙ্গাস্নান করতে পারেন।

৮. রথের দিনে জগন্নাথ দেবের রথের রশিতে টান দিয়ে এই মন্ত্রটি অবশ্যই বলবেন, -জয় জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, ভবতু মে।

৯. যে কোন আনন্দের উৎসবে দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো, তাদের সেই উৎসবে সামিল হওয়ার সুযোগ করে দেওয়া অবশ্যই পালনীয় কর্তব্য। রথের দিনে দরিদ্র সেবা করুন।

১০. রথের দিনে মন্দির প্রতিষ্ঠার কাজ অত্যন্ত শুভ বলে মনে করা হয়।