Date : 2022-05-29

“দেখো তো চিনতে পরো কিনা…”

ওয়েব ডেস্ক: চিনতে পারছেন এঁনাকে? আপনি যাকে ভাবছেন সেটা ভুল। ইনি কপিল দেব নন।

কপিল দেবের রূপে রনবীর সিং। আজ রনবীরের জন্মদিন।

তাই অভিনেতা এই দিনটিকেই বেছে নিয়েছেন তাঁর ছবি “ ৮৩’ “-এ রনবীরের প্রথম লুক প্রকাশ করার।

“ ৮৩’ ” ছবিটির গল্প হল কপিল দেবের ভারতীয় ক্রিকেটে অবদানের উপর। শুধু তাই নয়, এমন একজন ঐত্যিহাসিক মানুষের জীবনী নিয়েও এই ছবির গল্প। ছবিতে কপিল দেব অর্থাৎ রনবীরের স্ত্রীয়ের চরিত্রে থাকবে রিয়েল লাইফ ওয়াইফ দিপীকা পাডুকোণ।

ছবিটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। রনবীরকে দেখে চেনা তো যাচ্ছেই না। সবার মুখে একটাই কথা শোনা যাচ্ছে যে, কপিল দেবের সাথে কোনো অংশে অমিল নেই তাঁর। “ ৮৩’ “ সিনেমাটির শুটিং চলছে আপাতত লন্ডনে। আগামী বছর এপ্রিলেই বড় পর্দায় আসতে চলেছে “ ৮৩’ “।