Date : 2024-04-26

বাড়িতে একটি মাত্র ফ্যান ও বাল্ব, তাও বিল আসল ১২৮ কোটি…

ওয়েব ডেস্ক: প্রতি মাসের শেষে সবার বাড়িতেই লাইটের বিল আসে।

যদি কোনোদিন সেই বিল আসার পর দেখেন তার পরিমাণ কোটি টাকা! তখন কি করবেন?

কথাটা শুনে অবাক লাগলেও, ঠিক এই ঘটনাটিরই সম্মুখিন হল উত্তরপ্রদেশের হাপুর গ্রামের শামিম।

তাদের বাড়িতে আছে মোটে একটি ফ্যান ও বাল্ব।

অথচ মাসের শেষে তাদের বাড়িতে যে লাইটের বিল এসেছে তার অঙ্ক শুনলে মাথায় হাত পড়বে। তার পরিমাণ হল ১২৮ কোটি টাকা।

বিলটি দেখে তো তাদের চক্ষু চড়ক গাছ। তবে এখানেই শেষ নয়। সেই বিল না মেটানোর কারণে কেটে দেওয়া হয়েছে বৃদ্ধ শামিমের বাড়ির কানেকশনও। ফলে বেশ বিপদেই পড়েছে তাঁদের পরিবার।

১২৮ কোটি টাকা মেটানো তো দূরেরই কথা, কোনোদিন চোখেই দেখেননি তাঁরা। ইলেক্ট্রিসিটি বোর্ডের দপ্তরে গিয়ে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। বরং, তাদের কাছ থেকে পাল্টা উত্তর এসেছে যে তাদের কিছু করার নেই।

বিলে যা এসেছে তা না পূরণ করল লাইটের কানেকশন দেওয়া সম্ভব নয়। পরে সেখানকার ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ার বলেন যে, একটি টেকনিকাল ফল্টের জন্য এটা হয়েছে। কিছু ব্যবস্থা করা হবে আশা করা যাচ্ছে।