ওয়েব ডেস্ক: একি সর্বনাশী কাণ্ড! শেষ পর্যন্ত খাবার থালা থেকে মাংস উঠে পালাচ্ছে?
এরকমও সম্ভব?
মনে করুন আপনি একটা রেঁস্তোরায় খেতে গেছেন।
সেখানে গিয়ে চিকেনের কোনও একটা ডিশ অর্ডার করলেন।
খাবারটি ঠিক মুখে দিতে যাবেন এমন সময় দেখলেন আপনার থালার মাংস উঠে পালাচ্ছে। তাহলে কি করবেন?
ঠিক এমনই একটি ভিডিও ভাইরাল হল চাইনিজ সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে একটি রেঁস্তোরায় পাত্র থেকে মাংসের একটি টুকরো নিজে থেকেই নড়তে নড়তে পড়ে যাচ্ছে মাটিতে। এই ভাইরাল ভিডিওটিকে দেখে নেটিজেনরা নাম দিয়েছে “জোম্বি চিকেন”। তাহলে কি জ্যান্ত মাংসই খেতে দিয়েছে ওই রেঁস্তোরা? না, তা একদমই নয়।
ব্যাঙের ওই মাংসটি সম্পূর্ণভাবে মৃত। আসলে ওই মাংসটির শরীরের নিউরনগুলি তখনও সক্রিয় ছিল। তা সোডিয়াম আইয়নের ও কোনো রাসায়নিক প্রতিক্রিয়া যেমন নুন বা সয়া সসের কারণে নড়ে ওঠে।তবে ঘটনাটি কিন্তু বেশ ভয়ঙ্করই বটে! খেতে বসে যদি হঠাৎ থালায় থাকা মাংস নড়তে শুরু কর তাহলে তো ভয় পাওয়াই কথা।