Date : 2021-02-26

গাড়ির উপর রেখে ভাজা হল মাছ, দেখুন ছবি…

ওয়েব ডেস্ক: কিছুদিন আগে পর্যন্তও ঠা-ঠা রোদে পুড়ে যাচ্ছিল সারা শহর।

এর মধ্যেই রোজ স্কুল, কলেজ, অফিস করাটা যেন একটা বড় শাস্তি হয়ে দাঁড়িয়েছিল। কিছুদিন আগেই সর্বচ্চ তাপমান ৪০ ডিগ্রি ছুঁয়েছিল।

তীব্র দাবহাহে জ্বলছিল সারা শহর, সঙ্গে শহরের মানুষেরাও। তবে শুধুই যে ভারতে বা পশ্চিমবঙ্গেই এই পরিণতি, তা কিন্তু নয়। আমাদের প্রতিবেশী দেশ চিনের চিত্রটাও ছিল অনেকটা একইরকম। প্রায় ৪০ ড্রিগিতে টগবগ করে ফুটছিল গোটা চিনের মানুষ। সেই উত্তাপেরই সৎ-ব্যবহার করলেন চিনের এক মহিলা।

একটি গাড়ির হুডের উপর মাছ রেখে তা রোস্ট করলেন। সেই মহিলা নিজে ছাতার তলায় দাঁড়িয়ে গাড়িটির উপরে মাছগুলিকে রেখে চপস্টিকের সাহায্যে উল্টে দিচ্ছিলেন। এমন ছবিরও দেখা মিলল। চিনের বিনজৌতে এই ঘটনাটি ঘটেছে।