ওয়েব ডেস্ক: পিৎজা নামক ইতালিয়াল খাদ্যটি অনেকেরই প্রিয় খাবারের তালিকায় প্রথম সারিতে অবস্থান করে।
খিদে পেলই তাদের আগেই মনে পড়ে পিৎজার কথাই, এমন মানুষের সংখ্যা ভুরি ভুরি।
মানছি প্রিয় খাবার, তা বলে নিজের বিয়েতে পিৎজা প্রিন্টের জামা পড়ে নেওয়াটা একটু বাড়াবাড়ি নয় কী?
তবে জিৎজা লাভারদের জন্য ঠিক এমনই একটি সুযোগ এনে দিল শিকাগোর একটি সংস্থা। তারা তেরি করেছে একটি স্কিম বা প্রতিযোগিতাও বলা যেতে পারে।
যেখানে আপনি আপনার বিয়ের সমস্ত সাজ হিসেবে বেছে নিতে পারবেন ওদের পিৎজা ব্রাইডাল প্যাক। এই প্যাকেজ ঠিক কি কি পাবেন তা জেনে নেওয়া যাক।
একটি ছ’তলা জিৎজা ওয়েডিং কেক, একটা পিৎজার তৈরি ফুলের তোড়া, এছাড়াও থাকবে শিকাগোতে মধুচন্দ্রিমার সুযোগ ও ৫০০ ইউরো, যা ভারতীয় মুদ্রায় কমপক্ষে ৪৩,০৭৬ টাকা।
তবে এই প্রতিযগিতায় নাম নথিভুক্ত করতে গেলে আপনাকে হতে হবে ইউ.কে.বাসী যুগল। যাদেরকে এই বছর ডিসেম্বর মাসের ২১ তারিখের মধ্যে নথিভুক্ত করতে হবে নাম।
তাহলে দেরী করছেন কেন? পিৎজা যদি আপনার প্রিয় খাবার হয় তাহলে তাড়াতাড়ি নাম নথিভুক্ত করুন।