Date : 2024-04-26

বয়স মাত্র ৯, পরের বছরই মাধ্যমিক দেবে এই বালক…

ওয়েব ডেস্ক: বয়স মাত্র ৮। অথচ পরের বছরই ছেলেটি মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে। অবাক লাগছে না শুনতে?

উত্তরপ্রদেশের রাষ্ট্রাম আদিত্য শ্রী কৃষ্ণ এখন ক্লাস ৯-এ পড়ছে।

মাত্র ৯ বছর বয়সে কিভাবে সে ক্লাস ১০ এ উঠতে পারে তা নিয়ে দ্বন্দে তার মা-বাবাই। ছোটো থেকে বাড়িতেই পড়াশোনা করে আদিত্য।

তার গণিত থেকে শুরু করে সোশ্যাল সায়েন্স, এবং শুধু তাই নয় যোগাতেও সে এক নম্বর। তবে বোর্ডের নিয়ম অনুযায়ী ১৪ বছর বয়সের আগে কোনও ছাত্রই পরীক্ষা দিতে পারেনা।

তবে নিয়ম বদলাতে বাধ্য হয়েছে ইউ.পি. বোর্ড, কেবল আদিত্যর জন্য। হিন্দি ছাড়াও ইংলিশ, ফ্রেঞ্চ সব ভাষাতেই সে পটু।

ভারতের প্রথমবার সবথেকে তাড়াতাড়ি ১০ ক্লাস পাশ করবে এই বালক মাত্র ৯ বছর বয়সেই এতো দীপ্তমান এই যুবকের ভবিষ্যত নিয়ে সবাই খুব আশায়।