Date : 2024-04-20

এবার থেকে অ্যাপক্যাব চালকরা রাইড ক্যানসেল করলেই জরিমানা ১০০০ টাকা…

ওয়েব ডেস্ক: রাত অনেক। আপনি বুক করলেন একটি ক্যাব।

লোকেশনে আসার ঠিক মুহুর্তে দেখলেন সেটি ক্যানসেল করে দিলেন ক্যাব ড্রাইভার নিজেই। এরকম সময়ে রাগ হওয়াটা স্বাভাবিক। কিন্তু এমন ঘটনার সংখ্যা ক্রমশই বাড়ছে।

তাই এমন পরিস্থিতির পরিবর্তন আনতেই মধ্যপ্রদেশ সরকার আনল এক নতুন নিয়ম। এবার থেকে যদি কোনো ড্রাইভার সেই মুহুর্তে এসে রাইড ক্যানসেল করেন বা সঠিক ডেস্টিনেশনে জেতে মানা করেন, তাহলে তাদের দিতে হবে ১০০০ টাকা জরিমানা।

আপাতত এই নিময়ই ধার্য করা হয়েছে। মধ্যপ্রদেশ সরকার চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না এই আইনটি শুরু করার জন্য। তবে এটা ছাড়াও আরও নিয়ম আসতে চলেছে এই অ্যাপ ক্যাবের ড্রাইভারদের দ্বারা অকারণ মানুষের হেনস্থার কারণে।

প্রতিদিন কোনও না কোনও কারণে কিছু না কিছু অভিযোগ আসেই। এই দৌরাত্ম্য বন্ধ করার জন্যই নেওয়া এই ব্যবস্থা।