Date : 2024-03-28

মাত্র ১০ ঘন্টায় মুম্বই থেকে দিল্লি পৌঁছবে রাজধানী…

ওয়েব ডেস্ক: এবার থেকে মাত্র ১০ ঘন্টার মধ্যেই মুম্বই থেকে দিল্লি পৌঁছে যেতে পারেন আপনি।

রাজধানীতেই এই সুবিধা আনা হবে বলে শোনা যাচ্ছে। ভারতীয় রেল কর্তৃপক্ষ থেকে শিঘ্রই নেওয়া হচ্ছে এমনই এক পদক্ষেপ। সূত্রের খবরে জানা গেছে ট্রেনের গতীবেগ ১৩০ কিমি থেকে বেগ বাড়ানো হবে ১৬০ কিমিতে।

তবেই ১০ ঘন্টার মধ্যে মুম্বাই থেকে দিল্লির রুট কবার করতে পারবে। এখন এই ট্রেনটি মুম্বই থেকে দিল্লির পথে পৌঁছায় প্রায় ১৫ ঘন্টা ৪৫ মিনিটে। এটি মিশন রফতার প্রোজেক্টের একটি অংশ।

প্রায় ১০০ দিনের কাজে দিল্লি-মুম্বই ও দিল্লি-হাওড়া রুটে কাজটি এগোবে। এই মিশন রফতার প্রোজেক্টটি এগোবে প্রায় ছটি রুটে।

দিল্লি-মুম্বই, দিল্লি-হাওড়া, হাওড়া-চেন্নাই, চেন্নাই-মুম্বই, দিল্লি-চেন্নাই, হাওড়া-মুম্বই। খুব শিঘ্রই কাজ শুরু হবে বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ।