Date : 2024-04-23

কাশ্মীর বিতর্কে আফ্রিদির পাল্টা দিলেন গৌতম

ওয়েব ডেস্ক : কাশ্মীর বিতর্কে আফ্রিদির টুইটের জবাব কড়া ভাষায় দিলেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদ গৌতম গম্ভীর।কাশ্মীরে ৩৭০ এবং ৩৫ এ ধারা বিলোপ নিয়ে সোমবার থেকে সরগরম পার্লামেন্ট থেকে দেশের নানান প্রান্ত।এই ধারা রদের বিষয়টি নিয়ে অনেকেই পক্ষে আবার অনেকেই বিপক্ষে।পাকিস্তানের প্রায় সব পক্ষ থেকে এই ধারা রদের বিরোধীতা করে এসেছে হুঁশিয়ারী।তেমনই বক্তব্য শোনা গেল প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির গলায়।টুইট করে তিনি জানান, ইউএন রেজুলেশন অনুযায়ী কাশ্মীরিদেরকে অবশ্যই তাদের অধিকার ফিরিয়ে দেওয়া উচিত, আমাদের মতই তাদেরকেও স্বাধীনতা দেওয়া উচিত বলে মন্তব্য করেন এই প্রাক্তন পাক ক্রিকেটার।

আফ্রিদির টুইটের প্রত্যুত্তরে গম্ভীর জানান, “অপ্রত্যাশিত আগ্রাসন, মানবিকতার ওপর অত্যাচার, এসব বিষয় তুলে ধারার জন্য আফ্রিদির প্রশংসা করা উচিত।শুধুমাত্র একটি বিষয় তিনি উল্লেখ করতে ভুলে গেছেন, যে এসমস্ত কিছুই ঘটে চলেছে পাক অধিকৃত কাশ্মীরে।তবে চিন্তার কিছু নেই, এটাও খুব তাড়তাড়ি মিটিয়ে নেব ছেলে” বলে টুইটে জানান গম্ভীর।

সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরের ওপর থেকে দুটি ধারা তুলে দিয়ে যথাক্রমে জম্মু কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্র শাসিত অঞ্চল বলে রাজ্যসভায় বিল পাশ করান।

গত সপ্তাহে কাশ্মীর সমস্যা নিয়ে ট্রাম্পের পক্ষ থেকে মধ্যস্থতা করার অনুরোধ আসে ভারতের কাছে।যদিও নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয় যে এই বিষয়টি শুধুমাত্র ২ টি এশিয়া ভুক্ত দেশের মধ্যস্থতায় সম্পন্ন হবে।