Date : 2024-03-28

বেলেঘাটায় হাইটবার ভেঙে ব্যাহত যান চলাচল…

ওয়েব ডেস্ক: রাতভর শহরে ভারী বর্ষণের জেরে বেলেঘাটা মেন রোডের হাইটবার ভেঙে বিপত্তি দেখা দিল। ঘটনার জেরে শিয়ালদহমুখী যান চলাচল ব্যাহত হয়েছে। সকাল থেকেই ওই পথে যান চলাচল নিয়ন্ত্রিত হওয়ায় বাইপাস, এন্টালি, ফুলবাগানে গাড়ির চাপ অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। এদিকে সকাল থেকেই ভারী বর্ষনের জেরে নাকাল শহরবাসী। জলমগ্ন মধ্য কলকাতার বেশকিছু অঞ্চল। এদিন সকালে বেলেঘাটার সরকার বাজারের কাছে রেল ব্রিজের কাছে একটি হাইটবার ভেঙে পড়ে। এর ফলে বেলেঘাটা মেন রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আশেপাশের রাস্তাগুলিও অবরুদ্ধ হয়ে পড়ে। অফিস টাইমে সমস্যার মুখে পড়ে যাত্রীরা। এদিন ই.এম বাইপাসেও যান চলাচল ছিল শ্লথ। বেলেঘাটা মেন রোড থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে অন্যান্য রুটে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বেলেঘাটা ট্রাফিক গার্ডের উচ্চপদস্থ আধিকারিকরা। পি ডাব্লু ডি-র কর্মীদের সহায়তায় পুলিশ ক্রেন দিয়ে ওই হাইটবারটি রাস্তা থেকে সরিয়ে ফেলে। তবে হাইটবার ভেঙে পড়ায় যথেষ্ঠ উদ্বিগ্ন যাত্রী ও পথচারীরা। রাস্তার উপর এই হাইটবার ভেঙে পড়ায় যদিও কোন ক্ষয়ক্ষতির খবর নেই। ঘটনার তদন্ত করতে সংশ্লিষ্ট রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশের আধিকারিকরা। আপাতত হাইটবার মেরামত না করা পর্যন্ত বেলেঘাটা মেন রোডে যান চলাচলে কিছুটা সমস্যা থাকবে বলেই জানানো হয়েছে বেলেঘাটা ট্রাফিক গার্ডের তরফ থেকে।