ওয়েব ডেস্ক: কলার পর এবার ডিমের পালা। সেই রাহুল বোসের ভিডিওটির কথা নিশ্চই মনে আছে আপনাদের।
যেখানে একটি ফাইভ স্টার হোটেলে দুটি কলার দাম নিয়েছিল তাঁরা ৪৪২ টাকা!
আবারও এমনই একটি ঘটনার পূনরাবৃত্তি ঘটল সম্প্রতি। তবে এবার কলা নয়, সিদ্ধ ডিমের দাম নেওয়া হল ১৭০০ টাকা। ভাবতে পারছেন?
কার্তিক ধরও ভাবতে পারেননি। মুম্বাইয়ের একটি ফাভ স্টার হোটেলে খাওয়া দাওয়ার পর তার হাতে যখন বিলটি ধরানো হয়, তখন তাঁর হোস উড়ে যায় এক নিমেষে।
দেখেন রেস্তোঁরাটি দুটি সিদ্ধ ডিমের দাম নিয়েছে ১৭০০ টাকা, এবং শুধু তাই নয়। ওমলেটের দাম লেখা ৮৫০ টাকা।
প্রায় সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়াকে নিজের হাতিয়ার বানান তিন। এবং অবশ্যই ভোলেননা রাহুল বোসকে ট্যাগ করতেও। বিলটির ছবি পোস্ট করে ক্যাপশনে সেই হোটেলটিকে মেনশন করে বিস্তৃতভাবে জানান পুরো ঘটনাটি। প্রায় কিছু ঘন্টার এই পোস্ট হয় ভাইরাল।
নেটিজেনদের মধ্যেও জেগেছে ট্রোলের জোয়ার। সবার স্মৃতিতে ভিড় করছে রাহুল বোসের ঘটনাটির কথা। চন্ডিগড়ের জে.ডাব্লিউ ম্যারিয়টকে এই ঘটনাটির পর আয়কর বিভাগ থেকে ২৫০০০ টাকার জরিমানাও করা হয়। এই ঘটনাটিতে আয়কর বিভাগ কোনো ব্যবস্থা নেয় কিনা এবার সেটাই দেখার।