Date : 2021-04-21

শচীনকে ফের অসম্মান আইসিসির, সরব সমর্থকেরা

ওয়েব ডেস্ক: স্টোকসের প্রশংসা করতে গিয়ে এবার ফের শচীনকে অপমান আইসিসির।সম্প্রতি অ্যসেজে দুর্দান্ত সেঞ্চুরি করে ফের শিরোনামে এসেছেন স্টোকস।আইসিসির তরফে এই ইংলিশ ব্যাটসম্যানের প্রশংসা করতে গিয়ে ফের পুরনো টুইটের ছবি প্রকাশ করে আইসিসি।তাতে লেখা ছিল “সর্বকালের সেরা ক্রিকেটার এবং শচীন তেণ্ডুলকর।” আর এই লেখাতেই চটেছেন নেটিজেনরা।

আরও পড়ুন: ৬ তলার ব্যালকনিতে যোগা, গুরুতর আহত ১ মহিলা

তাদের দাবি, এভাবে স্টোকসের প্রশংসা করতে গিয়ে শচীনের সম্মানে আঘাত দিয়েছে আইসিসি।নেটিজেনদের মতে রান থেকে সেঞ্চুরি সবেতেই শচীনের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন স্টোকস।তাই শচীনের সঙ্গে কোন তুলনায় চলে না স্টোকসের।