ওয়েব ডেস্ক: চলতি বছরের অক্টোবরের ২ তারিখ থেকে আর প্লাস্টিক ব্যবহার করতে পারবেন না রেল স্টেশনে।
ভারতের প্রায় ৩৬০টি স্টেশনে ইতিমধ্যেই ১,৮৫৩টি বোতল ক্রাশিং মেশিন বসানো হয়েছে।
এমন কি রেল কতৃপক্ষের তরফ থেকে আই.আর.সি.টি.সি.তে জানানো হয়েছে যেন এবার থেকে বোতল কিনে তা ফেরত দিতে হবে, এরকম নিয়ম তৈরি করা হয়।
এছাড়াও প্লাস্টিক ট্রেনে নিয়ে যাওয়ার প্রতিও রদ লাগানো হচ্ছে। রেলের সমস্ত কর্মীদের কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, যেন তারা প্লাস্টিকের পুনর্ব্যবহার, বা প্লাস্টিক জাতীয় বস্তু মানুষের কাছ থেকে নেওয়া বন্ধ করে দেন।
এছাড়াও বিভিন্ন নতুন নিয়মও তৈরি করছে রেল কর্তৃপক্ষ। তারই মধ্যে একটি হল, ৫০ মাইক্রোনসের কম প্লাস্টিক নিজের সঙ্গে নিতে পারবেন যাত্রীরা।