Date : 2024-03-29

ভারতের প্রথম কেরালায় সরকারি শাখায় চালকের আসনে প্রবেশাধিকার মহিলাদের…

ওয়েব ডেস্ক: পুরুষরাই সংসারের হাল ধরার এক এবং অনন্য সম্বল, এই ধারণায় দাঁড়ি বসিয়েছে আজ অনেক বছর হল। সেই তালিকায় যোগ হল আরও এক নতুন নিয়ম।

২১শে অগষ্ট কেরালা সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে মহিলারাও চালাতে পারবে যেকোনো পাবলিক ট্রান্সপোর্ট।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ন বলেন, এবার থেকে জেনডার নিউট্রাল হবে চালকের পদ। কেরালার যেকোনো মহিলাই চাইলেই চালাতে পারবেন যেকোনরকমের পাবলিক ট্রান্সপোর্ট। মহিলা কমিশনের দাবিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

এবার থেকে কেরলের মহিলারা শুধু বাসই নয়, চালাতে পারবে ব্যক্তিগত গাড়ি, ট্যাক্সি, অটো সবই। এখানে মোট অটোর সংখ্যা হল প্রায় ৪০০টির কাছাকাছি। তার মধ্যে মাত্র ২৪টি অটোতে মহিলা চালক দেখা যায়।

এই সংখ্যার পরিবর্তন ঘটাতেই এমন একটি সিদ্ধান্ত কেরালা সরকারের। ভারতের প্রথম কেরালাতে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।