ওয়েব ডেস্ক : আপনার প্রেম কী আজ পুর্ণতা পাবে বা আপনার সাথে আজ এমন কিছু ঘটবে যা কল্পনারও অতীত। এইসব মিলিয়ে কেমন যাবে আপনার আজকের দিনটা? জেনে নিন এবার।
মেষ রাশি: আজকের দিনটা আপনার জন্য বিশেষ শুভ। নতুন কাজের খবর মিলতে পারে। তীর্থযাত্রার পরিকল্পনা হতে পারে।
বৃষ রাশি: আজকের দিন আপনার জন্য মিশ্র ফল দেবে। বিকেলবেলা পরিবারের সবাই মিলে জল থেকে সতর্ক থাকুন। বাড়তে চোরের উৎপাত শুরু হতে পারে।
মিথুন রাশি: আত্মীয়দের তরফ থেকে সুখবর মিলবে। আগুন থেকে বড় ফাঁড়া আছে। ঈশ্বরে বিশ্বাস রেখে চলুন।
কর্কট রাশি: নতুন গৃহ আরম্ভ করতে পারেন। টাকা পয়সার বিষয়ে সতর্ক হোন। চাকুরী স্থানে পদন্নোতির যোগ।
সিংহ রাশি: উচ্চশিক্ষায় বিদেশ যাত্রার যোগ। মাথার যন্ত্রণায় ভুগবেন। চিকিৎসকের পরামর্শ নিন।
কন্যা রাশি: আজ যে কোন পরিকল্পনা বাস্তবায়িত করার আদর্শ দিন। খাওয়া দাওয়ার বিষয়ে সতর্ক হোন। জটিল উদর পীড়ায় ভুগতে পাড়েন।
তুলা রাশি: প্রতিবেশীর কারণে সংসারে সমস্যা আসতে পারে। বাড়তি উপার্জন হওয়ার সুযোগ আছে আজ।
বৃশ্চিক রাশি: আজ আপনার প্রেমে আসতে পারে নয়া মোড়। অপেক্ষা করছে এক দারুণ উপহার।
ধনু রাশি: কোনও কাজ পেলে রাখবেন না অযথা। কাজের জায়গায় কোনও সুখবর অপেক্ষা করছে আপনার জন্য
মকর রাশি: কোনও পুরোনো শত্রুর সঙ্গে আপনার দেখা হতে পারে। খুব কাছের মানুষের কাছ থেকে বিশ্বাসঘাতকতার সম্ভবনা আছে।
কুম্ভ রাশি: স্ত্রীর অথবা স্বামী থাকলে তাঁর যত্ন নিন। অন্যের কথায় সম্পর্কের সিদ্ধান্ত নেবেন না।
মীন রাশি: কাজের জায়গায় অন্যের ঈর্ষার পার্ত হতে পারেন। নতুন কাজে আঝ না এগোনোই ভালো। কিছু দিন অপেক্ষা করুন।