Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপি সভাপতি নির্বাচনে রবিশঙ্কর প্রসাদকে নির্বাচনী অফিসার নিয়োগ করল বিজেপি।
  • কালীগঞ্জের মোলান্দি গ্রামে তামান্না খাতুনের মায়ের সঙ্গে দেখা করলেন সুকান্ত মজুমদার।
  • ধর্ষণকাণ্ডে কসবা থানার সামনে বিক্ষোভ কংগ্রেস-বিজেপির। বিক্ষোভ দেখায় SFI-DYFI
  • কসবাকাণ্ডে ধৃতদের এম, জে, পি নামে চিহ্নিত করল পুলিশ। মূল অভিযুক্ত TMCP নেতা বলে বিতর্ক। অস্বীকার সংগঠনের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের।
  • কসবাকাণ্ডে ধৃতদের ৪ দিনের পুলিশ হেফাজত।
  • রথের রশিতে টান পড়ল দিঘায়। দুপুর আড়াইটেয় রথের রশিতে টান দেন মুখ্যমন্ত্রী।
  • কসবার ঘটনায় কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি জাতীয় মহিলা কমিশনের।
  • DA-এর টাকা এখনই নয়। সুপ্রিম কোর্টে আরও ৬ মাস সময় চাইল রাজ্য।
  • সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরের দরজা।
  • আয়াতোল্লা আলি খামেনেইকে খুনের পরিকল্পনা ছিল ইজরায়েলের। তাঁকে খুঁজে না পাওয়ায় পরিকল্পনা ভেস্তে যায়। যুদ্ধবিরতির মাঝে জানালেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।
  • কসবায় ল-কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। গ্রেফতার ৩। ধৃত মূল অভিযুক্ত কলেজেরই প্রাক্তনী। বাকি দু’জন ওই কলেজেরই পড়ুয়া।
  • আমেদাবাদে রথের শোভাযাত্রায় বেসামাল হাতি। প্রাণ ভয়ে হুড়োহুড়ি মানুষের।
  • দিঘায় রথে চড়লেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। মন্দিরের সামনে ভক্তদের ভিড়।
  • মুর্শিদাবেদের ফরাক্কা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ। বাজেয়াপ্ত একটি গাড়ি,গ্রেফতার ৪।
  • রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
  • এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা-হুমকি। টিস্যু পেপারের লিখে বার্তা পাঠানো হয় বিমানে। দিল্লি বিমানবন্দরের ঘটনা।
  • নয়ডার বেসরকারি সংস্থায় ভয়াবহ আগুন। দমকলের ২৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
  • ফের নিম্নচাপের ভ্রুকুটি রাজ্যে। সব জেলাতেই বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • New Date 2025-6-29
  • New Time 04:28:52 AM
বস্তিবাসী এই ক্যারাটে চ্যাম্পিয়ন আয়েশা নুর ভারতের প্রতিনিধি হিসেবে পাড়ি দিতে চলেছে থাইল্যান্ড…

8
August 2019

বস্তিবাসী এই ক্যারাটে চ্যাম্পিয়ন আয়েশা নুর ভারতের প্রতিনিধি হিসেবে পাড়ি দিতে চলেছে থাইল্যান্ড…

ওয়েব ডেস্ক: আট বছর আগে সে হারিয়েছে নিজের বাবাকে। জন্ম থেকেই মৃগিরোগে আক্রান্ত। বাড়িতে মানুষ বলতে সে আর তার মা। মা শালকিয়া বেগম তাঁর স্বামী মারা যাওয়ার পর অন্নসংস্থানের একমাত্র উপায় সেলাই করা। কলকাতার বস্তিতে বাড়ি তাঁদের।

তবে কোনও কিছুই পিছনে ফেলে রাখতে পারেনি আয়েশাকে। এই বছর ক্যারাটে চ্যাম্পিয়নশিপের উদ্দেশ্যে ২১ বছর বয়সী আয়েশা নুর ভারতের প্রতিনিধি হিসেবে পাড়ি দিতে চলেছে থাইল্যান্ডে।

আয়েশার এই পথ সোজা ছিল না। কেবলমাত্র সবসময়ে সঙ্গে ছিল তাঁর কোচ এম.এ. আলি। যিনি আয়েশাকে বেনিয়াকুপুর থেকে কলকাতায় এনে দিনের পর দিন একটুও ধৈর্য না হারিয়ে ক্যারাটের জন্য প্রস্তুত করে গেছে।

আসলে তাঁর শিক্ষাগুরু প্রথমদিন থেকেই বুঝেছিলেন যে আয়েশা কোনও সাধারণ একজন ক্যারাটে কিড নয়। এই কথাটিকেই সত্যি প্রমাণ করে সে। ২০১০ সালে মুম্বাই, ২০১৩ ও ২০১৫ সালে ব্যাঙ্ককে সে তিনবার সোনা জেতে ভারতের হয়ে খেলে।

২০১৭ সালে ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকা থেকে আমেরিকা সেন্টারে নিউদিল্লিতে আয়েশাকে দিয়েছে “হিরো অফ জেন্ডার ইকুয়ালিটি”র তকমা।

এখানেই শেষ নয়, এই বছর ৭ই জুন, টাইমস অফ ইন্ডিয়া থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে আয়েশাকে, “টাইমস ওমেন হিরোস অ্যাওয়ার্ড”এর। আয়েশার জীবন নিয়ে তৈরি হয়েছে একটি ডকুমেন্টারিও।

যা তৈরি করেছে ইন্টারন্যাশানাল টেলিভিশন সিরিজ, নাম গার্ল কানেক্ট। এটি পরে দুরদর্শনের মাধ্যমে সারা বিশ্বে সম্প্রচারও হয়েছিল। আয়েশা এখন ১০০ জন মেয়েকে বিনামূল্যে ক্যারাটে শেখায়।

এমন একটি উদ্যোগের একটাই কারণ। যেন আজকালকার মেয়েরা কারোর ভয়ে পিছিয়ে না থাকে, তারা যেন নিজেরাই হয়ে উঠতে পারে নিজেদের রক্ষক। বিশেষত ধর্ষণ জাতীয় বিষয়ে যেন তারা নিজেরাই নিজেদের সেই পরিস্থিতি থেকে বাঁচাতে পারে এটাই আশা আয়েশার।

সরকার থেকে সবরকম, বিশেষত টাকাপয়সাজনিত সাহায্যও পায় আয়েশা। এছাড়াও এই পৃথিবীতে এখনও অনেক ভালো মানুষ আছে যারা তাঁকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে, যাতে আয়েশার জীবনটা একটু হলেও সুন্দর হতে পারে।

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics