ওয়েব ডেস্ক: মা বলতেই আমরা যেটা বুঝি তার সঠিক ভাব হয়তো সবসময় ভাষায় প্রকাশ করাটাও মুশকিল। তবে কোনোদিন শুনেছেন যে একজন মা তাঁর সন্তানকে বিক্রি করে দিচ্ছেন কেবল একটা মোবাইল ফোন কেনার জন্য। শুনতে অবাক লাগলেও, এমনই একটি ঘটনা ঘটেছে।
বছর ২৩ এর এক মহিলা বিক্রি করে দেন তাঁর ছয় মাসের সন্তানকে। সেই টাকা দিয়ে কেনেন একটি মোবাইল ফোন ও বাকি টাকা রেখে দেন নিজের কাছে। পুলিশ সূত্রে জানা গেছে, মিরাকেল জনসন নামক ওই মহিলা তাঁর সন্তানকে নাইজেরিয়ারই একটি অনাথ আশ্রমে বিক্রি করে পান প্রায় ২০০,০০০ যা ভারতীয় মুদ্রায় ৯,৭৭,৪২৯ টাকা।
কেন এরকম করলেন তিনি, প্রশ্ন করা হলে তিনি বলেন, তাঁর স্বামীকে নিয়ে খুবই চিন্তিত মিরাকেল। তাঁর স্বামীর উপার্জনে যথেষ্টভাবে বাড়ির সমস্ত দরকার পূরণ হচ্ছিল না। সেই কারণেই এমন একটি সিদ্ধান্ত নেন তিনি। তিনি ভাবেন দুজন সন্তানের মধ্যে একজনকে বিক্রি করে দিলে হয়তো সমস্যার একটু হলেও সমাধান হবে।
অবসাদ থেকেই নিজের সন্তানকে বিক্রি করার সিদ্ধান্ত নেন তিনি। যদিও এই সিদ্ধান্তে একেবারেই সঙ্গ দেননি মিরাকেলের স্বামী। তিনি তীবির নিন্দা রেছেন তাঁর স্ত্রীয়ের এই সিদ্ধান্তের।