Date : 2024-04-25

রেললাইনে জল জমে মুম্বইতে বন্ধ ট্রেন চলাচল…

ওয়েব ডেস্ক: বৃষ্টির দাপটে নাজেহাল মুম্বই শহর। প্রায় এক সপ্তাহ ধরে প্রচন্ড বৃষ্টির কারণে ব্যহত হচ্ছে রোজকার কাজকর্ম।

সোমবার রেল চলাচল ব্যহত হল মুম্বইতে। এইদিন রবিবার থেকেই প্রবল বর্ষণে জলের তলায় লোকমান্য তিলক টারমিনাস রেল স্টেশন।

রেল কর্তৃপক্ষের তরফ থেকে আপাতত বন্ধ রাখা হয়েছে রেল পরিষেবা। ফলে বিপাকে অফিসযাত্রীরা। ব্রিহানমুম্বাই মিউনিসিপালের তরফ থেকে করা হয়েছে কিছু খাবারের প্যাকেটের ব্যবস্থাও।

তবে এইদিন পিছিয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিনও। প্রবল বর্ষণে মৃত্যু সম্মুখিনও আজ মুম্বইবাসী। এছাড়াও এই বৃষ্টির কারণে হচ্ছে বড় ক্ষতি। শহরের সমস্ত আবর্জনা ময়লা চলে আসছে সমুদ্রের পার্শবর্তী এলাকাগুলিতে।

গত শনিবার মুম্বইয়ের বহুপরিচিত স্থানমেরিন ড্রাইভ এলাকা, গিরগাউম চৌপাট্টি, দদার, মাহিম চৌপাট্টি, ভারসোভা ও জুহু থেকে উদ্ধার হয়েছে প্রায় পাঁচ মেট্রিক টন আবর্জনা। সেই নোংরা সরাতে লেগেছে ৫৫ জন লোক এবং চারটি বড় আবর্জনা পরিষ্কারের বড় গাড়ি।

ট্রেন ও বিমান দেরী হওয়া এছাড়াও রস্তার অত্যাধিক জানযট এখন রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আগামী ২৪ ঘন্টার জন্য সতর্কতা জারি করেছে মুম্বই আবহাওয়া দফতর।