Date : 2024-04-24

সাগরে গভীর নিম্নচাপ, আগামীকালও বর্ষণ মুখর দক্ষিণবঙ্গ….

ওয়েব ডেস্ক: মুখ শুকনো করেই বিদায় নিয়েছে আষাঢ়, নিরাশ করতে শুরু করেছিল শ্রাবনও, হাতে আর বাকি মাত্র ক’টাদিন তার পরেই খাতায় কলমে বিদায় নেবে বর্ষা। বৃষ্টির গাটতি বেড়েই চলেছিল দক্ষিণবঙ্গে সেই পরিস্থিতিতে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে বর্ষা কিছুটা হলেও মুখ ফিরিয়ে দাঁড়াল। মঙ্গলবার রাত থেকেই উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জন্য কলকাতা সহ, দুই মেদিনীপুর ও ২৪ পরগনায় বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের রিপোর্ট আগামী ২৪ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমান বাড়বে। নিম্নচাপের জেরে দক্ষিণের জেলাগুলিতে বুধবার রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে দক্ষিণের জলাগুলিতে ঝড়ো হাওয়ার বওয়ার সম্ভবনাও রয়েছে। বুধবার সকা থেকেই নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। নিম্নচাপের জেরে এদিন বঙ্গোপসাগরে দেখা দিয়েছে জলোচ্ছাস। এদিন সকালে গার্ড ওয়াল টপকে রাস্তায় আছড়ে পড়ে ঢেউ। ইতিমধ্যে বঙ্গোপসাগরের বেশ কিছু এলাকায় ভারি বর্ষন শুরু হয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমান বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। বকখালি ও সাগরদ্বীপ মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত নিম্নচাপের প্রভাব চলবে।