ওয়েব ডেস্ক: মুখ শুকনো করেই বিদায় নিয়েছে আষাঢ়, নিরাশ করতে শুরু করেছিল শ্রাবনও, হাতে আর বাকি মাত্র ক’টাদিন তার পরেই খাতায় কলমে বিদায় নেবে বর্ষা। বৃষ্টির গাটতি বেড়েই চলেছিল দক্ষিণবঙ্গে সেই পরিস্থিতিতে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে বর্ষা কিছুটা হলেও মুখ ফিরিয়ে দাঁড়াল। মঙ্গলবার রাত থেকেই উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জন্য কলকাতা সহ, দুই মেদিনীপুর ও ২৪ পরগনায় বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের রিপোর্ট আগামী ২৪ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমান বাড়বে। নিম্নচাপের জেরে দক্ষিণের জেলাগুলিতে বুধবার রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে দক্ষিণের জলাগুলিতে ঝড়ো হাওয়ার বওয়ার সম্ভবনাও রয়েছে। বুধবার সকা থেকেই নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। নিম্নচাপের জেরে এদিন বঙ্গোপসাগরে দেখা দিয়েছে জলোচ্ছাস। এদিন সকালে গার্ড ওয়াল টপকে রাস্তায় আছড়ে পড়ে ঢেউ। ইতিমধ্যে বঙ্গোপসাগরের বেশ কিছু এলাকায় ভারি বর্ষন শুরু হয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমান বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। বকখালি ও সাগরদ্বীপ মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত নিম্নচাপের প্রভাব চলবে।
Facebook
Instagram
Twitter

Rplus is most proud of how its work impacts the real world and how it is using its powerful reach to campaign for and with the people of Bengal.
Recent News
- অ্যাসিসট্যান্ট প্রফেসরের চাকুরির জন্য বড় সিদ্ধান্ত নিতে চলেছে ইউজিসি।
- মোহনবাগান সমর্থকদের মিষ্টি মুখ করাতে এবং ক্লাবের পরিকাঠামো উন্নয়নে 50 লক্ষ টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে
- দুর্গাপুরে একই পরিবারের চার জনের রহস্যমৃত্যুতে হাইকোর্টে মামলা।
- শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।
- লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন। এক মাসে সাত সভা অভিষেকের