ওয়েব ডেস্ক: বুধবার সকালে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হলেন প্রবীন চলচ্চিত্র অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
বেশ গুরুতর অবস্থাতেই ভর্তি হন তিনি এইদিন সকালে বাইপাসের দারের একটি বেসরকারি হাসপাতালে।
চিকিৎসকদের প্রাথমিক অনুমান নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। অভিনেতার বয়স অনুযায়ীই শরীরের অন্যান্য পরীক্ষা চালাচ্ছেন তাঁরা।
বুধবার ভোরবেলা শ্বাসকষ্ট শুরু হওয়ায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে ভর্তি করানো হয়।
তাঁর ছেলে সৌগত চট্টোপাধ্যায়ের কথায়, তাঁরা সঙ্গে সঙ্গেই তাঁদের বাড়ির ডাক্তারকে ফোন করেন, এবং তাঁরই পরামর্শে হাসপাতালে নিয়ে আইসিউ-তে ভর্তি করা হয় বর্ষীয়ান অভিনেতাকে। তবে এখন তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল।