Date : 2024-03-29

সৃজিত মুখার্জির পুরোনোর ভিড়ে হারিয়ে যাওয়া নতুন সিকুয়েল…

ওয়েব ডেস্ক: একের পর এক থ্রিলারের ট্রেন্ড চলছে এখন টলিউডে। ভিঞ্চি দা থেকে শুরু করে বর্ণপরিচয়, দুর্গেশগড়ের গুপ্তধন তালিকায় সমাপ্তি নেই। সেই তালিকায়ই যোগ হল এবার আরও একটি নাম।

আজ ২২শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। তাই এইদিনকেই পরিচালক বেছে নিলেন তাঁর পরবর্তী ছবির ঘোষণা করার জন্য।

তবে এমন একটি দিন বেছে নেওয়ার আসল কারণটা অন্য। ২০১১ সালে সৃজিত মুখার্জি পরিচালিত ‘২২শে শ্রাবণ’ ছবিটি মুক্তি পায়। এবং এই থ্রিলারটি বাংলা সিনেমার ইতিহাসে একটি নজির গড়ে যায়।

ছবির গল্প তো মানুষের মন ছোঁয়ই, সঙ্গে বক্স অফিসের পকেটেও বেশ ভর্তি করে আনে পুঁজি। সেই বিখ্যাত ২২শে শ্রাবণেরই সিকুয়াল বেরোতে চলেছে এবার। ছবির নাম, ‘দ্বিতীয় পুরুষ’। বৃহস্পতিবার সকালেই সোশ্যাল মিডিয়াতে এই ছবির ফার্স্ট লুক তিনি প্রকাশ করেছেন।

সেই পোস্টার দেখে অবশ্ই বোঝা যাচ্ছে যে এই ছবিতে থাকতে চলেছে দ্বিগুণ থ্রিলার। ছবিতে থাকছেন ২২শে শ্রাবণের কিছু কাস্ট। পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেন। তবে বাকি চরিত্রগুলিতে কারা থাকবে তা এখনও ঠিক হয়নি বলে জানালেন পরিচালক।

তবে সৃজিত আশ্বাস দিয়েছেন, আগের ছবির থেকেও বেশি থ্রিলারের। আগামী বছরের জানুয়ারীতে মুক্তি পেতে চলেছে এই ছবি।