Date : 2024-04-18

দলিতদের সঙ্গে খাওয়া যায়না, বাড়ি থেকে আলাদা পাত্র আনছে উঁচু জাতের ছাত্ররা…

ওয়েব ডেস্ক: জাত পাত নিয়ে যত আইনই তৈরি হোক না কেন, মানুষের মানসিকতা সঠিক না হলে পরিস্থিতিও ঠিক করা সম্ভব নয়।

উত্তরপ্রদেশের একটি বিদ্যালয়ে মিড ডে মিলে উঁচু জাতের ছাত্রছাত্রীদের দেখা গেল আলাদা করে খাওয়ার পাত্র আনতে। এবং শুধু তাই নয়, নিচু জাতের ছাত্রদের থেকে অনেকটা দূরে গিয়েও খেতে বসতে দেখা গেল তাদের। ২১শতকে এরকম একটি ঘটনা দেখে অবাক হওয়ারই কথা।

উত্তরপ্রদেশের রামপুরহাট নামক এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পি গুপ্তাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, স্কুল কোনোদিনই এরকম কিছু শিক্ষায় দেয়নি ছাত্রদের। দুপুরবেলা মিড ডে মিলের সময় শিক্ষকরা সবাইকে একসঙ্গে খেতে বসতে বলেন। সবাই বসেও।

কিন্তু তার পরক্ষনেই উঁচু জাতের ছাত্ররা দলিত বা নিচু জাতের ছাত্রদের ছেড়ে অন্য জায়গায় গিয়ে বসে। বাড়ি থেকেই এমন শিক্ষা পাচ্ছে বলে মনে করছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

এমন কি অনেক সময় যাঁরা মিড ডে মিলের খাবার বানানোর দায়িত্বে থাকে, তারা নীচু জাত বলে তাদের হাতের খাবার খায়না ছাত্ররা। আজকের দিনে দাঁড়িয়েও এমন ঘটনা ভাবনারও অতীত।