Date : 2024-04-25

১০ টি ব্যাঙ্ককে সংযুক্তিকরন ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের

ওয়েব ডেস্ক: অর্থনীতির ভীতকে শক্তিশালী করতে মিশে গেল ১০ টি ব্যাঙ্ক।১০ টি বেসরকারী ব্যাঙ্ক মিশে গেল ৪ টি বড় ব্যাঙ্কের সঙ্গে । এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঘোষণার পর মিশে যাবে দেশের ১০ টি বড় বেসরকারী ব্যাঙ্ক।যে যে ব্যাঙ্কগুলি মিশে যাচ্ছে সেগুলি দেখে নেওয়া যাক একনজরে।

এই স্কীমের মধ্যে ইন্ডিয়ান ব্যাঙ্ক মিশে যাচ্ছে এলাহাবাদ ব্যাঙ্কের সঙ্গে। পিএনবির সঙ্গে মিশে যাচ্ছে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক।ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অন্ধ্র ব্যাঙ্ক এবং কর্পোরেট ব্যাঙ্ক মিশে যাচ্ছে একসাথে।এছাড়া কানাড়া ব্যাঙ্ক এবং সিন্ডিকেট ব্যাঙ্কও মিশে যাচ্ছে পরস্পরের সঙ্গে। এর ফলে ২০১৭ সালে মোট ২৭ টি পাবলিক সেক্টর ব্যাঙ্কের মধ্যে এবার বর্তমানে শুধুমাত্র ১২ টি পাবলিক সেক্টর ব্যাঙ্ক থাকবে।

গত বছরও সরকার বেসরকারী বিজয় ব্যাঙ্ক এবং দেনা ব্যাঙ্ককে সংযুক্তিকরন করে দেওয়া হয়েছিল ব্যাঙ্ক অফ বারোদায়।২০১৯ এর পয়লা এপ্রিল থেকে কার্যকরী হয়েছিল এই সংযুক্তিকরন। এছাড়া ২০১৭ সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ভারতীয় মহিলা ব্যাঙ্ক এবং আরও সহযোগী ৫ টি ব্যাঙ্ককে অর্ন্তভুক্ত করেছিল।