Date : 2024-03-28

আর বাকি ১২ দিন, জেনে নিন “উমা বরণের নির্ঘন্ট”….

ওয়েব ডেস্ক: বাঙালির সবচেয়ে বড় পার্বন দুর্গাপুজো। প্রতিবছর মহাসমারহে পালিত হলেও দুর্গাপুজো নিয়ে বাঙালির আশা, স্বপ্ন উদ্যোম কিছুই কমে না।

ধর্মীয় অনুষ্ঠান থেকে ক্রমশ সামাজিক অনুষ্ঠানে পরিনত হয়েছে দুর্গাপুজো। জাতি, ধর্ম নির্বিশেষে সকল মানুষই যুক্ত হয় দুর্গাপুজোয়।

মা দুর্গার মর্তে আগমন যেন বাঙালির ঘরের মেয়ের অনেকদিন পর ঘরে ফেরা। দিনক্ষণ সময় ধরে তাঁকে বরণ করার জন্য বসে আছেন মর্ত্যবাসী।

এক নজরে দেখে নিন উমা বরণের নির্ঘন্ট:-

এবার পুজো বেশ কিছুটা আগেই। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষ শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর।

মহাপঞ্চমী ১৫ আশ্বিন/ ৩ অক্টোবর দুপুর ৩টে ১২ মিনিট পর্যন্ত

মহাষষ্ঠী ১৬ আশ্বিন/ ৪ অক্টোবর দুপুর ২ টা ২৬ মিনিট পর্যন্ত

মহাসপ্তমী ১৭ আশ্বিন/ ৫ অক্টোবর দুপুর ২টা ৮ মিনিট পর্যন্ত

মহাষ্টমী ১৮ আশ্বিন/ ৬ অক্টোবর দুপুর ২ টা ২১ মিনিট পর্যন্ত

(সন্ধি পুজোর সময় হল অষ্টমীর দুপুর ১ টা ৫৭ মিনিট থেকে দুপুর ২ টো ৪৫ মিনিট পর্যন্ত)

মহানবমী ১৯ আশ্বিন/ ৭ অক্টোবর দুপুর ৩ টে ৬ মিনিট পর্যন্ত

বিজয়া দশমী ২০ আশ্বিন/ ৮ অক্টোবর দুপুর ৪ টে ২০ মিনিট পর্যন্ত