Date : 2024-04-26

বধূ নির্যাতন মামলায় গ্রেফতারি পরোয়ানা শামির বিরুদ্ধে, পাশে বিসিসিআই

ওয়েব ডেস্ক : বধূ নির্যাতন মামলায় ফের বিপাকে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি।আলিপুরের অতিরিক্ত মুখ্য দায়রা আদালত তার বিরুদ্ধে জারি করেছে গ্রেফতারি পরোয়ানা। আগামী ১৫ দিনের মধ্যে শামিকে আত্মসমর্পণ করার নিদেশ দেওয়া হয়েছে।তবে এমন পরিস্থিতিতে বিসিসিআইকে পাশে পেয়েছেন শামি।

আরও পড়ুন : দ্বিতীয় টেস্টের প্রথম দিন, সন্তোষজনক স্থানে ভারত

তবে সদ্য সমাপ্ত হওয়া ক্যারিবিয়ান টেস্টে শামির খেলায় খুশি বিসিসিআই।মঙ্গলবার শামির জন্মদিনে বিসিসিআইয়ের পক্ষ থেকে জন্মদিনে টুইটও করা হয়েছে। তবে শামির গ্রেফতারি নিয়ে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানানো হয়েছে যে, চার্জশিট না পাওয়া পর্যন্ত এখনও পর্যন্ত কোন সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানানো হয়েছে।চার্জসিট হাতে আসার পর তারপর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এর আগেও শামির বিরুদ্ধে গড়াপেটায় জড়িত থাকার অভিযোগে শামির চুক্তি আটকে দিয়েছিল বিসিসিআই। এরপর গতবছর আবার শামির বিরুদ্ধে ধর্ষণ, বিবাহ বর্হিভূত সর্ম্পক এবং গার্হস্থ্য হিংসার অভিযোগ করেন হাসিন।তারই পরিপ্রেক্ষিতে মামলা দায়ের হয় আলিপুর আদালতে।তখন থেকে একবারও আলপুর আদালতে হাজিরা দেননি সামি।তাই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।