ওয়েব ডেস্ক : চন্দ্রায়ন ২ নিয়ে এবার পাকিস্তানকে টুইটারে বিঁধল অভিনেতা আরশাদ ওয়ারশি।রকেটের মতো দেখতে একটি বেলুনের ভিডিও টুইটারে পোস্ট করে প্রতিবেশীদের সমালোচনার জবাব দেন আরশাদ।সম্প্রতি চন্দ্রায়ন ২ নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে নানান ধরনের মন্তব্য করা হয়।তারই উত্তরে একটি ভিডিও পোস্ট করে দেন আরশাদ।ভিডিওটিতে দেখা যাচ্ছে কয়েকজন মানুষ রকেট আকৃতির একটি বেলুনকে আকাশে ওড়ানোর চেষ্টা করছে।পোস্টের পর থেকেই বিভিন্ন রকমের কমেন্টে ভরে যায় আরশাদের টুইটার হ্যন্ডেল।টুইটে তিনি লেখেন, পাকিস্তানও যে রকেট ওড়াতে পারে তা তাঁর
ধারনায় ছিল না ।
আরশাদকে শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল টোটাল ধামাল সিনেমায়।আনিস বাজমির পরবর্তী ছবি পাগালপন্তীতেও দেখা যাবে আরশাদকে।