Date : 2020-02-24

পাক শিল্প সম্মেলনে বেলি ডান্সের আসর, ভাইরাল ভিডিও

ওয়েব ডেস্ক : তলানিতে অর্থনীতি।তাই লক্ষ্য ছিল বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকের।সেই মতোই আজারবাইজানের বাকুতে সম্প্রতি শিল্প সম্মেলনের আয়োজন করেছিল পাকিস্তানের সারহাদ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি।সেই বিনিয়োগের অনুষ্ঠানে শিল্পপতিদের আকৃষ্ট করতে এক অভিনব পন্থা নিল পাক সরকার।সম্মেলনেই মঞ্চ সরগরম করতে  ডান্স করানো হয় বেলি ডান্সারদের দিয়ে।

এই ঘটনার ছবি টুইটারে পোস্ট করেন পাক সাংবাদিক গুল বুখারি।আর সেই ছবি প্রকাশ পেতেই নেট দুনিয়ায় শুরু হয়েছে জোর সমালোচনা।দেশের অর্থনীতি গভীরভাবে সমস্যার কারণে ইউএই, চিন, আইএমএফের কাছে সাহায্য চেয়েছে ইমরানের পাক সরকার।