Date : 2024-04-20

টিম ইন্ডিয়ার নিরাপত্তা দিতে নারাজ চণ্ডীগড় পুলিশ

ওয়েব ডেস্ক : পাঞ্জাবের মোহালিতে বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টির লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে টিম ইন্ডিয়া।তার মধ্যেই আরও একটি সমস্যার সম্মুখীন হতে হল ভারতীয় দলকে।খেলোয়াড়দের নিরাপত্তা দিতে না পারার কথা জানিয়ে বিসিসিআইকে চিঠি দেয় চণ্ডীগড় পুলিশ।তবে নিরাপত্তা না দেওয়ার কারণও জানা গেছে, বিসিসিআইয়ের তরফে চণ্ডীগড় পুলিশকে ৯ কোটি টাকা দেওয়ার কথা ছিল।তবে সেই টাকা না পাওয়ায় বেঁকে বসে চণ্ডীগড় পুলিশ।তবে এয়ারপোর্টে নামার সময় ভারতীয় দলকে স্বাগত জানান মোহালি পুলিশ।

এমনকি নিরাপত্তাও দেওয়া হয় সেখানকার পুলিশের তরফে।তবে তাদের এলাকা ছেড়ে যেতেই ফের অসুরক্ষার মধ্যে পড়ে যায় টিম ইন্ডিয়া।তবে শেষমেষ ব্যক্তিগত নিরাপত্তরক্ষীদের নিয়েই হোটেলে প্রবেশ করেন টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা।বিভিন্ন জঙ্গি সংগঠনের তরফে যেভাবে হুমকি দেওয়া হয় তাতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে চিন্তা বিসিসিআইয়ের মাথা ব্যথার কারণ ছিল। তবে পুলিশ না থাকলেও তার অভাব ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা মিটিয়ে ফেলবেন বলে মনে করছে বিসিসিআই।