Date : 2024-04-24

স্টারফিশের মত দেখতে চীনের অন্যতম বৃহত্তম ড্যাক্সিং এয়ারপোর্ট

ওয়েব ডেস্ক : পিপলস রিপাবলিকের ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে চিনে খুলতে চলেছে পৃথিবীর অন্যতম বৃহত্তম এয়ারপোর্ট ড্যাক্সিং।২০ ই সেপ্টেম্বর থেকে বেজিং ড্যাক্সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আনুষ্ঠানিকভাবে চালু করা হবে এই বিমানবন্দরটি।দেখতে অনেকটা স্টারফিশের মতন হওয়ায় চীনা মিডিয়ার পক্ষ থেকে এই বিমানবন্দরের নাম দেওয়া হয়েছে স্টার ফিশ।বর্তমানে বেজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিমানের চাপ বেডে়ছে। ২০১৮ তে ১০ কোটিরও বেশি মানুষ চিনের বিমান পরিষেবা ব্যবহার করেন।যা আমেরিকার হার্টস-ফিল্ড জ্যাকশন আটলান্টার পরেই স্থান করে নিয়েছে।তবে আগামী ২০২২ সালের মধ্যে বিমান পরিষেবার ক্ষেত্রে যাত্রীপরিবহনে আমেরিকাকে টক্কর দেবে চীন।

আরও পড়ুন : ভারতীয় সেনার সম্মানার্থে ব্যান্ড বাজিয়ে জাতীয় সঙ্গীত, ভাইরাল ভিডিও

কোটি কোটি টাকা ব্যায়ে তৈরি এই ড্যাক্সিং বিমানবন্দরের নকশাকার হলেন জাহা হাদিদ।এতে রয়েছে চারটি রানওয়ে এবং ৯৭ টি সসার পিচের সমান টার্মিনাল।প্রাথমিকভাবে ২০২৫ সালের মধ্যে ৭ কোটি যাত্রী এবং ২০ লক্ষ টন মাল পরিবহনের লক্ষ্যমাত্রা নেওয়া হবে।২০১৪ সালে ১১.৫ বিলিয়ন ডলার অর্থে কাজ শুরু হয় ড্যাক্সিং বিমানবন্দরের।৪০ হাজার শ্রমিক দিনরাত কাজ করে তৈরি করা হয় এই অন্যতম বৃহত্তম বিমানবন্দর।