Date : 2024-03-29

সেতু উদ্বোধনে রাজ্যের হস্তক্ষেপে আপত্তি কেন্দ্রের, পোস্টার, ব্যারিকেট লাগাল রেল…

বর্ধমান: বর্ধমান রেল ব্রিজের উদ্বেধন ঘিরে চরম সংঘাতে কেন্দ্র ও রাজ্য। মঙ্গলবার জেলা প্রশাসনের পক্ষ থেকে সেতু উদ্বোধনের কথা ঘোষণা করার পরেই বেনজির সংঘাত সৃষ্টি হয় কেন্দ্র ও রাজ্যের মধ্যে। রেল মন্ত্রকের পক্ষ থেকে হঠাৎ-ই বড় বড় পোস্টার দেওয়া হয় ব্রিজের উপর। গার্ডওয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়। পোস্টারে লেখা ছিল, “সেতুর কাজ চলছে। সেতুর ওপর দিয়ে চলাচল বারণ। নির্দেশ মানা না হলে মোটা টাকার জরিমানা, হতে পারে জেলও।” সূত্রের খবর, মঙ্গলবার সকালে বর্ধমান রেল স্টেশনের উপর নতুন রেল ব্রিজ উদ্বোধনের কথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। তার আগেরদিন সকালে এই ধরনের হুঁশিয়ারীর পোস্টার পড়ল বর্ধমান রেল ব্রিজের উপর। ওই পোস্টারে লেখা হয় এই সেতু উদ্বোধন হবে ৩০ সেপ্টেম্বর। এমনকি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রেল মন্ত্রী পিযুষ গোয়েল এই কথা লিখে দেওয়া হয়। অবশ্য রাজ্য সরকারকেও সেই উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। পুরনো রেল ব্রিজটির ভার বহন ক্ষমতা কমে আসার কারণেই নতুন রেল ব্রিজ তৈরির প্রস্তাব করা হয় ১৯৯৬ সালে, কিন্তু জমি জটের কারণে আটকে ছিল সেতু নির্মান। ২০১১ সালে ফের এই সেতু নির্মানের কাজ শুরু হয়। বছর দুয়েক আগে কাজ শেষ হয়ে গেলেও কেন্দ্র ও রাজ্যের মধ্যে টানাপোড়েনের কারণে এখন পর্যন্ত উদ্বোধন করা হয়নি সেতু। তবে রিপোর্ট অনুসারে, রাজ্যের খরচ হয়েছে ১৬২ কোটি টাকা। আর কেন্দ্রের খরচ হয়েছে ১৩০ কোটি। রাজ্য ও কেন্দ্রের যৌথ উদ্যোগেই এই সেতু নির্মান সম্ভব হয়েছে। তবে এর আগেও জলপাইগুড়ি ডিভিশন বেঞ্চ উদ্বোধন নিয়ে রাজ্য কেন্দ্র সংঘাত চরমে ওঠে।