ওয়েব ডেস্ক :বিপর্যয় মোকাবিলা দফতরে লোক নিচ্ছে দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটি।প্রজেক্ট অফিসার এবং প্রজেক্ট কোঅর্ডিনেটর নামের দুটি পোস্টে লোক নিচ্ছে তারা। চুক্তিভিত্তিক পদ্ধতিতে ১১জন নিয়োগ করা হবে।আগামী ২০২০ সাল পর্যন্ত হচ্ছে চুক্তির মেয়াদ।এক নজরে দেখে নেওয়া যাক বিষদে কিছু বিষয়।
প্রজেক্ট অফিসার-
মোট শূণ্যপদ ৬। অভিজ্ঞতা- ১ বছর বিপর্যয় মোকাবিলা বাহিনীতে অভিজ্ঞতা থাকা আবশ্যক
কথাবার্তায় ভাল এবং লেখালেখিতে দক্ষ হওয়ার প্রয়োজন। ১১/০৯/২০১৯ এ ৩৫ বছর বয়েসের প্রার্থীরা আবেদন করতে পারেন এই পদের জন্য।
বেতনক্রম- ২৫০০০ টাকা প্রতি মাস।
প্রজেক্ট কোঅর্ডিনেটর- মোট শূণ্যপদ- ৫ শিক্ষাগত যোগ্যতা- সোশ্যাল ওয়ার্কে গ্রাজুয়েট/ ডিজাসটার ম্যানেজমেন্ট / টাউন প্লানিং / সোশ্যাল সাইন্স যে কোন একটি থাকতে হবে। বয়স-১১/০৯/২০১৯ এ ৩২ বছর পর্যন্ত হতে হবে।বেতন- ২০০০০/ প্রতি মাসে
২৮/২/২০২০ পর্যন্ত চুক্তিভিক্তিক এই পদে লোক রাখা হবে।
বিস্তারিত তথ্যের জন্য নজর রাখুন http://ddma.delhigovt.nic.in ওয়েবসাইটে।ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ৭/১০/২০১৯।