Date : 2024-02-25

কুস্তি তালিকায় শীর্ষে দীপক পুনিয়া

ওয়েব ডেস্ক : বিশ্ব কুস্তি তালিকায় এবার উঠে এল ভারতের কুস্তিবীর দীপক পুনিয়ার নাম।কুস্তির ৮৬ কেজির বিভাগে শীর্ষস্থান ধরে রাখলেন এই কুস্তিবীর।আর্ন্তজাতিক কুস্তি ফেডারেশনের তালিকায় ১ নম্বর স্থান দখল করেছেন দীপক।বেশ কিছুদিন আগেই বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছেন এই কুস্তিবীর।৮৬ কেজি বিভাগে রুপো জেতার পাশাপাশি তালিকায় প্রথম স্থানও দখল করেন তিনি।তার অন্যতম প্রতিদ্বন্দী ইরানের হাসান আলিজামের কাছ থেকে ৪ পয়েন্ট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন দীপক।

তবে শুধু দীপক নয় বিশ্ব চ্যাম্পিয়নশিপে কুস্তি প্রতিয়োগীতায় পাশাপাশি নাম রয়েছে ভিনেশ ফোগট, রাহুল আওয়ারে, বরিকুমারের মতো কুস্তিবীরদের।বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভালো ফলের সুবাদে অলম্পিকে টিকিট নিশ্চিত করে ফেলেছেন এই কুস্তিবীররা।