কলকাতা: অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে টালা ব্রিজ। স্বাস্থ্য পরীক্ষা করে মত দিলেন বিশেষজ্ঞ দল। তাঁদের পুরনো ব্রিজের যা হাল তাতে তা ভেঙে নতুন করে ব্রিজ তৈরি করাই ভালো। পুরনো ব্রিজ ভেঙে নতুন ব্রিজ তৈরি করতে ৩ বছর আর এই কথা ভেবেই মাথায় হাত পড়েছে যাত্রী সাধারণের। এই সময় চলাচলের রাস্তা কি হবে তা নিয়ে চিন্তা। টালা ব্রিজের ভার বহণ ক্ষমতা কমেছে, ফলে মেরামত করার প্রয়োজনে ব্রিজের উপর ভারী গাড়ির চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। টালা ব্রিজের দুর্বল অংশ ভেঙে ফেলার সুপারিশ করেছে রাইটস।
কিন্তু রাজ্য সরকার আরও একটি বিশেষজ্ঞ সংস্থার পরামর্শ নিতে চায়। আগামীকাল মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরই চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। হাইট বার বসানোর প্রয়োজন আছে সেতুটিতে। নাহলে ভবিষ্যৎ-এ দুর্ঘটনা ঘটার সম্ভবনা প্রবল। ভারী যান ছলাচলের ফলে ব্রিজ ক্ষতিগ্রস্থ হয়েছে। এই মুহুর্তে দুর্ঘটনা ঠেকাতে হাইট বার তৈরি করে বসাতে সময় লাগবে প্রায় ২১ দিন। খরচ প্রায় ২৬ লক্ষ টাকা। পুর্ত দফতরের মতে এই হাইটবার বসাতে পুরসভাকে ব্রিজের উপর যান চলাচল নিষিদ্ধ করতে হবে। শুধু তাই নয় টালা ব্রিজ বন্ধ হলে ডানলপ হয়ে আসা পন্যবাহী গাড়িগুলিও শহরে ঢুকতে বাধা পাবে। এছাড়াও একটি বড় সমস্যা রয়েছে, টালা ব্রিজ ভেঙে ফেললে নীচে বসবাসকারী লোকজনকে পুনঃবার্সনের ব্যবস্থা করতে হবে। আপাতত পাশের রেল ইয়ার্ডে তাদের থাকার ব্যবস্থা করা হতে পারে বলেই সূত্রের খবর।