Date : 2024-04-26

ফিফার বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি

ওয়েব ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ভ্যান ডাইককে পেছনে ফেলে ফিফার বর্ষসেরা পুরষ্কারের তকমা পেলেন লিওনেল মেসি। এই নিয়ে ৬ বার ফিফার বর্ষসেরা পুরষ্কারে ভূষিত হলেন মেসি।তবে এবারে লিওনেল মেসি, ভ্যান ডাইক এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে লড়াইটা থাকলেও।মেসির সঙ্গে আসল লড়াই ছিল নেদারল্যান্ড তারকা ভ্যান ডাইকের সঙ্গে।আগের মরসুমে মেসি বার্সেলোনার হয়ে ৫৮ টি ম্যাচে ৫৪ টি গোল করেন।দলীয় জার্সি বারবার সমালোচিত হলেও ক্লাবের জার্সিতে তার পারফর্ম্যান্স ছিল অনবদ্য।জিতেছেন লা লিগা এবং স্প্যানিশ কাপ কোপা দেল রে কাপ।

তবে মেসির পাশাপাশি ভ্যান ডাইকের নাম নিয়ে আশায় ছিলেন অনেক ফুটবল প্রেমী।তার পুরষ্কার না পাওয়া নিয়ে ক্ষুব্দ্ধ অনেকেই।এবছরে উয়েফায় দুরন্ত পারফর্ম করা ভ্যান ডাইক নির্বাচিত হয়েছেন উয়েফার বর্ষসেরা ফুটবলার।তাছাড়া প্রিমিয়ার লিগেও তাকে দেখা গেছে দলকে ভালভাবে টানতে।তাই এই পুরষ্কার না পাওয়ার হতাশ অনেকেই।