কলকাতা: মাথার উপর নিম্নচাপ আর পায়ে পায়ে ভিড়ের চাপ, এই নিয়েই বোধ হয় এবার পুজো কাটতে চলেছে। একদিকে আবহাওয়া দফতর আশঙ্কার বাণী সত্যি হতে শুরু করেছে মহালয়ার দিন থেকেই। নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা। রবিবার ভোর থেকে হাঁটু জল জমেছে শহরের বিভিন্ন জায়গায়। এদিকে গতকাল ছিল পুজোর আগের শেষ রবিবার, ছুটির দিন। পুজোর শেষ কেনাকাটার দিনে সকাল থেকেই সঙ্গী ছিল প্যাঁচ প্যাঁচে কাদা। প্রকৃতির উপর নিয়ন্ত্রণ নেই কারোর, বৃষ্টির মধ্যেও পুজোর দিনগুলোতেও নিশ্চিন্তে ঠাকুর দেখতে চান সকলেই। বিশেষ করে যারা কলকাতার পার্শ্ববর্তী জেলা থেকে ঠাকুর দেখতে আসেন, শহরের বহু রাস্তাঘাট চেনা থাকে না তাদের। সমস্যায় পড়তে হয় অনেক সময়ই। এদের মধ্যে অনেকেই উত্তর থেকে দক্ষিণ চষে বেড়াতে মেট্রোর উপরেই ভরসা করেন। তাই এবার এক নজরে জেনে নিন কোন মেট্রো স্টেশনের কাছে পেয়ে যাবেন কোন কোন বড় পুজো?……
১.নোয়াপাড়া উদয়ন সংঘ
২. দাদাঘভাই সংঘ
৩. নেতাজি কলোনি লো ল্যান্ড
৪. লেক ভিউ পার্ক
৫.ফরওয়ার্ড কলোনি
দমদম স্টেশন:-
১.সিঁথি সার্বজনীন
২. ১৪ পল্লি
বেলগাছিয়া স্টেশন:-
১. বেলগাছিয়া ওলাইচান্দি
২. বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব (টালা পার্ক )
৩. নেতাজী স্পোর্টিং ক্লাব
৪. লেক টাউন অ্যাসোসিয়েশ
৫. যুবক বৃন্দ
৬. ভারত চক্র (দম দম পার্ক)
৭. শ্রী ভূমি স্পোটিং ক্লাব
৮. প্রদীপ সংঘ (নতুন পল্লী)
শ্যামবাজার স্টেশন:-
১. বাগবাজার সার্বজনীন
২. ফ্রেন্ডস ইউনিয়ন
৩. জগৎ মুখার্জী পার্ক
৪. শ্যাম স্কোয়ার
শোভাবাজার সুতানুটি স্টেশন:-
১. আহেরিটোলা সার্বজনীন দুর্গোৎসব
২. বেনিয়াটোলা সার্বজনীন
৩. কুমারটুলি পার্ক
৪. শোভাবাজার রাজবাড়ি
৫. হাতিবাগান সার্বজনীন
৬. তেলেঙ্গাবাগান সার্বজনীন দুর্গোৎসব
৭. চালতাবাগান সার্বজনীন দুর্গোৎসব
গিরীশ পার্ক স্টেশন:-
১. বিডন স্কোয়ার
২. সিমলা ব্যায়াম সমিতি
৩. ৩৭ পল্লি
৪. বিবেকানন্দ স্পোটিং ক্লাব
৫. রবীন্দ্র কানন
৬. পাথুরীয়াঘাটা ৫-এর পল্লি
মহাত্মা গান্ধী রোড স্টেশন:-
১. মহম্মদ আলি পার্ক
২. কলেজ স্কোয়ার
৩. অ্যাথলেটিক ক্লাব
সেন্ট্রাল স্টেশন:-
১. সন্তোষ মিত্র স্কোয়ার
২. সুবোধ মল্লিক স্কোয়ার
৩. কাপালিতলা
চাঁদনি চক স্টেশন:-
১. জানবাজার রাজবাড়ি
২. জানবাজার সার্বজনীন
৩. তালতলা সার্বজনীন
মাঝে এসপ্লানেড, পার্ক স্ট্রিট ও ময়দান মেট্রো স্টেশনে আপনি কোন বড় পুজো প্যান্ডেল পাবেন না। তবে পুজোর ভিড় সরিয়ে একটু ঘুরে বেড়াতে নেমে পড়তে পারেন এখানে।
রবীন্দ্র সদন স্টেশন:-
১. গোখেল স্পোটিং ক্লাব
২. চক্রবেড়িয়া সার্বজনীন
নেতাজি ভবন স্টেশন:-
১. ৬৮ পল্লি সার্বজনীন দুর্গাপুজো কমিটি
২. ভবানীপুর ৭৬ পল্লি
৩. অবসর সার্বজনীন
৪. ভবানীপুর ৭৫ পল্লি সার্বজনীন দুর্গোৎসব
৫. ২২ পল্লি নর্দান পার্ক
৬. পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশন
৭. ভবানীপুর সার্বজনীন দুর্গোৎসব
৮. ভবানীপুর স্বাধীন সংঘ
৯. অগ্রদূত উদয় সংঘ
১০. হরিশ পার্ক
১১. সংঘমিত্রা
যতীন দাস পার্ক স্টেশন:-
১. ২৩ পল্লি
২. ফরওয়ার্ড পার্ক
৩. মাতৃমন্দির
৪. বকুলবাগান সার্বজনীন
৫. ম্যাডক্স স্কোয়ার
৬. যতীন দাস পার্ক সার্বজনীন
কালীঘাট স্টেশন:-
১. ৬৪ পল্লি
২. ৬৬ পল্লি সার্বজনীন দুর্গোৎসব
৩. সংঘ শ্রী
৪. বাদামতলা আষাঢ় সংঘ
৫. জনমঙ্গল সমিতি
৬. চেতলা অগ্রণী
৭. দেশপ্রিয় পার্ক দুর্গোৎসব
৮. আদি লেক পল্লি
৯. ত্রিধারা সম্মেলনী
১০. সমাজসেবী সংঘ
১১. বালিগঞ্জ কালচারাল
১২. হিন্দুস্থান পার্ক
১৩. সিংহী পার্ক সার্বজনীন
১৪. একডালিয়া এভাগ্রীণ
১৫. নবদয় সংঘ (রাজডাঙা)
১৬. বোসপুকুর শীতলা মন্দির
রবীন্দ্র সরোবর স্টেশন:–
১. মুদিয়ালী ক্লাব
২. শিবমন্দির
৩. নবপল্লি সংঘ
৪. সুরুচী সংঘ
মহানায়ক উত্তমকুমার স্টেশন:-
১. হরিদেবপুর ৪১ পল্লি
২. অজেয় সংহতি
৩. অশোকনগর সার্বজনীন
৪. বড়িষা ক্লাব
৫. বাদশা প্লেয়ার্স কর্নার
৬. বড়িষা উদয়ন পল্লি
৭. শীতলাতলা কিশোর সংঘ
নেতাজি স্টেশন:-
১. নাকতলা পল্লি উদয়ন সমিতি
মাস্টারদা সূর্য সেন স্টেশন:-
১. আজাদগড় সার্বজনীন দুর্গোৎসব
২. রিজেন্ট পার্ক সার্বজনীন
৩. রায়নগর উদয়ন সমিতি
গীতাঞ্জলি স্টেশন:-
১. নাকতলা উদয়ন সংঘ
২. বৈষ্ণবঘাটা বালক সমিতি
কবি নজরুল স্টেশন:-
১. গড়িয়া নবদুর্গা
২. বোড়াল সার্বজনীন
৩. পঞ্চমাঘ
৪. গড়িয়া তরুণ সাথী
৫. শ্যামা পল্লি
৬. কামধাহারি পূর্বপাড়া
৭. কামদাহারি নারকেল বাগান
শহিদ ক্ষুদিরাম স্টেশন:-
১. পাটুলি সেন্ট্রাল ক্লাব সার্বজনীন দুর্গোৎসব
শেষ স্টেশন কবি সুভাষে পৌঁছে গেলে সেনারপুর, বারুইপুর এলাকার ঠাকুর দেখতে পাবেন। এছাড়াও যাদবপুরের দিকে চলে আসলে পেতে পারেন সন্তোষপুর ও যাদবপুর সংলগ্ন অঞ্চলের পুজো