Date : 2024-04-26

হাওড়া স্টেশনে প্লাস্টিক ব্যবহার করলে হবে জরিমানা…

হাওড়া: রাজ্যের শতাব্দী প্রাচীন রেলস্টেশনে এবার প্লাস্টিক নিয়ে প্রবেশ নিষিদ্ধ হল।

প্লাস্টিকের বোতল, ক্যারিব্যাগ বা প্যাকেট নিয়ে প্রবেশ করলে মোটা অঙ্কের জরিমানা হতে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

আগামী ২ অক্টোবর থেকে লাগু হতে চলেছে এই নিয়ম।

বুধবার পূর্ব রেলের অধিকর্তা পি.সি শর্মা জানান, প্রতিদিন হাওড়া স্টেশনের ২৩টি প্লাটফর্ম থেকে বিপুল পরিমানের প্লাস্টিক সাফাই করা হয়।

পরিবেশ রক্ষার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে। স্টেশন চত্বর থেকে প্রতিদিন প্রায় ৮ হাজার প্লাস্টিক বোতল সাফ করা হয়।

শুধু হাওড়া নয় ভারতের অধিকাংশ স্টেশনেই এই নিয়ম চালু করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রতিদিন স্টেশন চত্তর বিক্রি হওয়া প্লাস্টিকের জলের বোতল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন বেড়ে চলা প্লাস্টিক জঞ্জালের কারণে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।