Date : 2024-04-16

হেলমেট, লাইসেন্স না থাকায় ফাইন ২৩০০০

ওয়েব ডেস্ক : এক ফাইনেই ২৩০০০ হাজারের লোকসান।যারা নিয়মকে কেয়ার না করেই নিমেষেই উড়িয়ে নিয়ে যান গাড়ি এই খবরে তাদের টনক নড়বেই। এমনটাই সম্প্রতি হয়েছে পশ্চিম দিল্লির গীতা কলোনিতে।দীনেশ মদন নামের এক বাইক আরোহীর কাছে হেলমেট, গাড়ির কাগজ না থাকায় ২৩০০০ টাকা ফাইন করে কর্তব্যরত পুলিশ।তবে এত টাকা ফাইন কেন? জানা গেছে লাইসেন্স এবং রেজিস্ট্রেশন না থাকার কারণে ১০০০০ টাকার জরিমানা, ইন্সুরেন্স না থাকার কারণে ২০০০ টাকার ফাইন।দূষণ বিধি না মানায় ১০০০০ টাকা ফাইন এবং হেলমেট না পরার কারণে ১০০০ টাকা ফাইন করা হয় ওই ব্যাক্তিকে।

যদিও কোন নিয়ম ভঙ্গ করেননি বলে দাবি জানান ওই বাইক আরোহী। দেশের ট্রাফিক বিধি আরো কড়া করতে পয়লা সেপ্টেমবর থেকে আরো কড়া করা হয়েছে নিয়ম।নিয়ম চালুর দিন থেকেই প্রায় ৩৯০০ ড্রাইভারকে বিভিন্ন নিয়ম ভাঙার দরুণ চালানও কাটা হয়।প্রতিদিন অসতর্ক এবং বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে প্রাণ যায় বহু মানুষের।জরিমানার পরিমান বাড়িয়ে দুর্ঘটনার পরিমান কমবে বলে আশা অনেকের।